ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নতুন দৃষ্টান্ত স্থাপন করল ড্যাব বরিশাল বিভাগের ২১ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের ১৮ মামলার আসামি ‘মাদক সম্রাট’ অবশেষে ধরা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি ২ দিনের রিমান্ডে গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক: মীর হেলাল অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে যা যা দরকার সব করা হবে: সিইসি সংসদ নির্বাচন: প্রশিক্ষণ নেবে সোয়া নয় লাখ কর্মকর্তা, ব্যয় ১৩০ কোটি চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করায় গিয়াসের সমালোচনা

বরিশাল বিভাগের ২১ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২৩ জন পড়েছেন

বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস বরিশাল বিভাগের ২১টি আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র নেতারা।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগের ২১টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ আসনে মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩ আসনে অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমীন কামাল, বরিশাল-৫ আসনে অধ্যাপক এ. কে. এম. মাহবুব আলম, বরিশাল-৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান, বরগুনা-১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, বরগুনা-২ আসনে অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী -১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী-২ আসনে মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী -৩ আসনে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পটুয়াখালী-৪ আসনে ডা. জহির আহম্মেদ, ঝালকাঠী-১ আসনে মাওলানা মইনুল ইসলাম, ঝালকাঠী-২ আসনে ডা. মো. ছিদ্দিকুর রহমান, ভোলা-১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা-২ আসনে অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দীন, ভোলা-৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা-৪ আসনে ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পিরোজপুর-১ আসনে মাওলানা আবদুল গফ্ফার, পিরোজপুর-২ আসনে হাফেজ মো. নূরুল হক, পিরোজপুর-৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেনের নাম সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক স্বাক্ষরিত লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ ভাইদের সুস্থতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে সংশোধন করতে হবে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশি-বিদেশি ষড়যন্ত্রে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেয় লোমা ও ছাত্র-জনতাকে রাতের অাধারে গুলি করে হত্যা করা, ২০১৮ সালে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক দমন-নিপীড়ন চালানো, ২০২১ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রাক্কালে সংঘটিত বিক্ষোভে ভারতীয় তাঁবেদার সরকার গুলি চালিয়ে ২১ জন নিরীহ মানুষকে হত্যা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা যায়নি। অথচ এসব গুরুত্বপূর্ণ ত্যাগ-তিতিক্ষার কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা অতীব জরুরি। উপর্যুক্ত সংশোধনীগুলো জুলাই ঘোষণাপত্রে না থাকলে ভা হবে অপূর্ণাঙ্গ, অভ্যুত্থানের চেতনা পরিপন্থি ও জাতির জন্য হতাশাজনক। আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের দাবি জানাই। হাজারো জল্পনা কল্পনার পরে ফেব্রুয়ারি’ ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট মাস পুনরায় ব্যক্ত করায় অন্তবর্তীকালীন সরকার প্রধানকে খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে- বিগত ১৭ বন্ধুরের সব প্রকার নির্যাতন খুন গুমের সুষ্ঠু বিচার; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার; প্রশাসনিক সকল কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ; অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং সকল ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বস্তায় রাখার দাবি জানিয়ে বরিশাল বিভাগের জাতীয় সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের নেতারা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশাল বিভাগের ২১ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস বরিশাল বিভাগের ২১টি আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র নেতারা।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগের ২১টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ আসনে মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩ আসনে অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমীন কামাল, বরিশাল-৫ আসনে অধ্যাপক এ. কে. এম. মাহবুব আলম, বরিশাল-৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান, বরগুনা-১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, বরগুনা-২ আসনে অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী -১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী-২ আসনে মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী -৩ আসনে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পটুয়াখালী-৪ আসনে ডা. জহির আহম্মেদ, ঝালকাঠী-১ আসনে মাওলানা মইনুল ইসলাম, ঝালকাঠী-২ আসনে ডা. মো. ছিদ্দিকুর রহমান, ভোলা-১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা-২ আসনে অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দীন, ভোলা-৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা-৪ আসনে ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পিরোজপুর-১ আসনে মাওলানা আবদুল গফ্ফার, পিরোজপুর-২ আসনে হাফেজ মো. নূরুল হক, পিরোজপুর-৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেনের নাম সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক স্বাক্ষরিত লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ ভাইদের সুস্থতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে সংশোধন করতে হবে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশি-বিদেশি ষড়যন্ত্রে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেয় লোমা ও ছাত্র-জনতাকে রাতের অাধারে গুলি করে হত্যা করা, ২০১৮ সালে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক দমন-নিপীড়ন চালানো, ২০২১ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রাক্কালে সংঘটিত বিক্ষোভে ভারতীয় তাঁবেদার সরকার গুলি চালিয়ে ২১ জন নিরীহ মানুষকে হত্যা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা যায়নি। অথচ এসব গুরুত্বপূর্ণ ত্যাগ-তিতিক্ষার কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা অতীব জরুরি। উপর্যুক্ত সংশোধনীগুলো জুলাই ঘোষণাপত্রে না থাকলে ভা হবে অপূর্ণাঙ্গ, অভ্যুত্থানের চেতনা পরিপন্থি ও জাতির জন্য হতাশাজনক। আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের দাবি জানাই। হাজারো জল্পনা কল্পনার পরে ফেব্রুয়ারি’ ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট মাস পুনরায় ব্যক্ত করায় অন্তবর্তীকালীন সরকার প্রধানকে খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে- বিগত ১৭ বন্ধুরের সব প্রকার নির্যাতন খুন গুমের সুষ্ঠু বিচার; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার; প্রশাসনিক সকল কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ; অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং সকল ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বস্তায় রাখার দাবি জানিয়ে বরিশাল বিভাগের জাতীয় সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের নেতারা।