গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৫ জন পড়েছেন
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটিয়া বাড়ি এলাকায় একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে পুকুর পাড়ে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটিয়া বাড়ি এলাকার শাহজাহান শিকদারের ছেলে রায়হান (১০) এবং একই এলাকার রজব আলীর ছেলে মাহিম (৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার সাটিয়া বাড়ি এলাকায় বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল রায়হান ও মাহিম। একপর্যায়ে তারা দুজন পুকুরের পড়ে যায় এবং পানিতে ডুবে নিখোঁজ হয়।
নিহতের পরিবারের লোকজন ওই দুই শিশুকে খুঁজতে গিয়ে কোথাও তাদের সন্ধান পায়নি। এমন সময় এক লোক পুকুর পাড়ে জুতা ও খেলনা দেখতে পেয়ে নিহতদের পরিবারকে খবর দেয়।
পরে নিহতের পরিবার ও এলাকাবাসী পুকুরে নেমে খোঁজাখুঁজি করে রায়হান ও মাহিমের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।