ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শতভাগ পাস দেখাতে ‘কম নম্বর’ পাওয়াদের বাদ দিলে ব্যবস্থা: এহসানুল কবির প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ সালাহউদ্দিন আহমদের কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি: তারেক রহমান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: তাহের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএওর যেনতেন নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না: সারজিস কেন্দ্রিয় নেতাদের সঙ্গে বাবুলের বৈঠক

চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১০১ জন পড়েছেন

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ হওয়ার দুইদিন পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বাংলানিউজকে বলেন, স্থানীয়রা প্রথমে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে কাছাকাছি এলাকায় আরও একটি লাশ ভেসে ওঠে।

দুই লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ একটি পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারের সদস্য উপস্থিত হয়েছে। আরেকটি লাশ পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে মাছ ধরতে যাওয়া এফবি অনিকা নামের ট্রলারটি বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়।

ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি আটজন নিখোঁজ হন। ঘটনার পর শুক্রবার সকালে ট্রলারের মালিকপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে তারা সাগরে তল্লাশি শুরু করে

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ হওয়ার দুইদিন পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বাংলানিউজকে বলেন, স্থানীয়রা প্রথমে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে কাছাকাছি এলাকায় আরও একটি লাশ ভেসে ওঠে।

দুই লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ একটি পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারের সদস্য উপস্থিত হয়েছে। আরেকটি লাশ পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে মাছ ধরতে যাওয়া এফবি অনিকা নামের ট্রলারটি বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়।

ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি আটজন নিখোঁজ হন। ঘটনার পর শুক্রবার সকালে ট্রলারের মালিকপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানালে তারা সাগরে তল্লাশি শুরু করে