অসুস্থ লিয়াকত চেয়ারম্যানের পাশে জামায়াত নেতা জব্বার

- আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩২ জন পড়েছেন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের আদমজী বিহারি কলোনির চেয়ারম্যান গুরুতর অসুস্থ লিয়াকত হোসেনের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (৮ আগস্ট) অসুস্থ চেয়ারম্যানের শারীরিক খোঁজখবর নিতে যান বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি বলেন, “বিহারিদের বর্তমান চেয়ারম্যান আজ অর্থাভাবে নিজের সঠিক চিকিৎসা করতে পারছেন না। স্বাধীনতার পর থেকে বিহারি নাগরিকরা মানবেতর জীবনযাপন করে আসছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে সারা দেশের বিহারি ভাইদের পুনর্বাসন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল গফুর মোল্লা, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ থানা সেক্রেটারি ওবায়দুল্লাহ তালুকদার, ইউনিট সভাপতি ইসমাইল, আলমগীর হোসেন, মিলন মাস্টার, শাহজালাল, আনোয়ার শেখ, আমিনুল হক বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ।