ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নতুন দৃষ্টান্ত স্থাপন করল ড্যাব বরিশাল বিভাগের ২১ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের ১৮ মামলার আসামি ‘মাদক সম্রাট’ অবশেষে ধরা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি ২ দিনের রিমান্ডে গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক: মীর হেলাল অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে যা যা দরকার সব করা হবে: সিইসি সংসদ নির্বাচন: প্রশিক্ষণ নেবে সোয়া নয় লাখ কর্মকর্তা, ব্যয় ১৩০ কোটি চট্টগ্রাম উপকূলে ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করায় গিয়াসের সমালোচনা

ময়নাতদন্তের রিপোর্টের ১৫ দিনের মধ্যেই তুহিন হত্যার অভিযোগপত্র: কমিশনার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৫ জন পড়েছেন

গাজীপুর: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ময়নাতদন্তের (পিএম) রিপোর্ট পেলেই অভিযোগপত্র দেওয়া হবে ১৫ দিনের মধ্যে। সর্বোচ্চ বিচার দ্রুত সময়ে সাজা নিশ্চিত করা হবে।

শনিবার (৯ আগস্ট) কমিশনার নাজমুল করিম খান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত শত্রুতার কোনো কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র ভিডিও ক্লিপ ধারণ করার জন্যই এ ঘটনাটি ঘটেছে। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে চাপাতি রয়েছে, চাপাতি উদ্ধার করা হয়েছে। তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সই তাদের সত্যতা প্রমাণ করে দেয়।

তিনি আরও বলেন, গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে অনেকগুলো ইনস্টিটিউশন আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে অনেক খারাপ লোক আছে। শুধুমাত্র চৌরাস্তায় প্রতিদিন চার লাখ লোক আসা যাওয়া করে। এত বড় ঘনবসতি জায়গা, যেখানে বন রয়েছে, যেখানে পরিত্যক্ত ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে ঢাকা শহর থেকে বড় সেখানে মাত্র ১,১৬৫ জন পুলিশ দিয়ে আমরা কাজ করছি। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমাদের আরও ২,১০০ পুলিশ পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। এ ফাইলটি যদি আসে তাহলে আমরা অবশ্যই আরও ভালো করতে পারবো।

তিনি বলেন, ৫ আগস্টের পর গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে ক্রাইম বেড়ে যায়। এটা জননিরাপত্তার জন্য হুমকি। আগের রেজিম (শাসনব্যবস্থা) এ জেলায় শক্তিশালী। সেই দলটি গাজীপুরকে অস্থিতিশীল করছে। সেটিও নজরদারি করা হচ্ছে। এ নজরদারি করতে গিয়ে অন্যান্য অপরাধে মনোযোগ নষ্ট করছে।

পুলিশ কমিশনার জানান, বাদশা নামে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন। এ সময় আসামি গোলাপী তাকে হানিট্রাপে ফেলার চেষ্টা করে। বাদশা বুঝতে পেরে তার থেকে ছুটতে চায় এবং কিল-ঘুষি মারে৷ এ সময় আসামিরা এসে বাদশাকে কোপানো শুরু করে। পরে বাদশা দৌড়াতে থাকে৷ এ ঘটনাটি সাংবাদিক ভিডিও করে। পরে আসামিরা সাংবাদিক তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে কিন্তু তিনি রাজি হননি। একপর্যায়ে ওই আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷ সিসিটিভি ফুটেজে আমরা ৮ জনকে চিহ্নিত করেছি। এরমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করতে পেরেছি।

গত বৃহস্পতিবার রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারাদেশেই আলোচনার ঝড় বইছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়নাতদন্তের রিপোর্টের ১৫ দিনের মধ্যেই তুহিন হত্যার অভিযোগপত্র: কমিশনার

আপডেট সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

গাজীপুর: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ময়নাতদন্তের (পিএম) রিপোর্ট পেলেই অভিযোগপত্র দেওয়া হবে ১৫ দিনের মধ্যে। সর্বোচ্চ বিচার দ্রুত সময়ে সাজা নিশ্চিত করা হবে।

শনিবার (৯ আগস্ট) কমিশনার নাজমুল করিম খান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত শত্রুতার কোনো কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র ভিডিও ক্লিপ ধারণ করার জন্যই এ ঘটনাটি ঘটেছে। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে চাপাতি রয়েছে, চাপাতি উদ্ধার করা হয়েছে। তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সই তাদের সত্যতা প্রমাণ করে দেয়।

তিনি আরও বলেন, গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে অনেকগুলো ইনস্টিটিউশন আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে অনেক খারাপ লোক আছে। শুধুমাত্র চৌরাস্তায় প্রতিদিন চার লাখ লোক আসা যাওয়া করে। এত বড় ঘনবসতি জায়গা, যেখানে বন রয়েছে, যেখানে পরিত্যক্ত ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে ঢাকা শহর থেকে বড় সেখানে মাত্র ১,১৬৫ জন পুলিশ দিয়ে আমরা কাজ করছি। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমাদের আরও ২,১০০ পুলিশ পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। এ ফাইলটি যদি আসে তাহলে আমরা অবশ্যই আরও ভালো করতে পারবো।

তিনি বলেন, ৫ আগস্টের পর গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে ক্রাইম বেড়ে যায়। এটা জননিরাপত্তার জন্য হুমকি। আগের রেজিম (শাসনব্যবস্থা) এ জেলায় শক্তিশালী। সেই দলটি গাজীপুরকে অস্থিতিশীল করছে। সেটিও নজরদারি করা হচ্ছে। এ নজরদারি করতে গিয়ে অন্যান্য অপরাধে মনোযোগ নষ্ট করছে।

পুলিশ কমিশনার জানান, বাদশা নামে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন। এ সময় আসামি গোলাপী তাকে হানিট্রাপে ফেলার চেষ্টা করে। বাদশা বুঝতে পেরে তার থেকে ছুটতে চায় এবং কিল-ঘুষি মারে৷ এ সময় আসামিরা এসে বাদশাকে কোপানো শুরু করে। পরে বাদশা দৌড়াতে থাকে৷ এ ঘটনাটি সাংবাদিক ভিডিও করে। পরে আসামিরা সাংবাদিক তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে কিন্তু তিনি রাজি হননি। একপর্যায়ে ওই আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷ সিসিটিভি ফুটেজে আমরা ৮ জনকে চিহ্নিত করেছি। এরমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করতে পেরেছি।

গত বৃহস্পতিবার রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারাদেশেই আলোচনার ঝড় বইছে।