ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা না’গঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ, হাজার টাকা জরিমানা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে না’গঞ্জ জেলা জেলা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ফতুল্লায় ভাঙা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ দোকান-গুদামে বিপুল অস্ত্র: গ্রেপ্তার ৯ কর্মচারী রিমান্ডে মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: সালাহউদ্দিন বেকারত্ব দূরীকরণে প্রযুক্তির ব্যবহার নিয়ে শেরপুরে শুভসংঘের আলোচনা সভা ক্ষোভে জুতা ছুড়লেন বৃদ্ধ, ডেকে বসতে দিলেন দুদক চেয়ারম্যান ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিউজিল্যান্ডের ইতিহাস গড়া জয়, জিম্বাবুয়ের লজ্জার রেকর্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২৪ জন পড়েছেন

বুলাওয়েতে তৃতীয় দিনের সকালের সেশনেই শেষ হয়ে গেল ম্যাচ। নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল।

এটি নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়, একই সঙ্গে জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

নিউজিল্যান্ডের আগের রাতের ৬০১/৩ ডিক্লেয়ার করার পর জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৭৬ রানের ঘাটতি নিয়ে। দিনের শুরুতেই ম্যাট হেনরি বোল্ড করেন ব্রায়ান বেনেটকে, পরে তার স্পেলে ব্রেন্ডন টেলরও ক্যাচ দিয়ে ফেরেন। অভিষেক ম্যাচে জ্যাকব ডাফি শিকার করেন শন উইলিয়ামসকে, যিনি রিটার্ন ক্যাচ দেন বোলারের হাতে।

এরপর অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে মধ্য ও নিচের সারি গুটিয়ে দেন জ্যাকারি ফোকস। তিনি প্রথমে ছোট লেন্থে সিকান্দার রাজাকে গালিতে ক্যাচ করান। তাফাদজওয়া সিগা ডিফেন্সে খোঁচা দিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। ভিনসেন্ট মাসেকেসা ও ট্রেভর গোয়ান্ডু—দুজনকেই বোল্ড করেন ইনসুইঙ্গারে। পঞ্চম শিকার হিসেবে বেন্ডিং মুজারাবানিকে ডিপ মিডউইকেটে ক্যাচ করিয়ে নেন।

ফাউল্কস ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন, প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। আরেক অভিষেক বোলার ম্যাথিউ ফিশারও দারুণ স্পেলে ক্রেগ আরভিন ও ট্রেভর গোয়ান্ডুকে ফেরান।

নিক ওয়েলচ কিছুটা প্রতিরোধ গড়েন ৪৭ রানে অপরাজিত থেকে, কিন্তু ডাফির বলে তানাকা চিভাঙ্গা গালিতে ক্যাচ দিলে ২৮.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১৪২ ও ১১৭ (২৮.১ ওভার) — নিক ওয়েলচ ৪৭*; জ্যাকারি ৫-৩৭, ম্যাট হেনরি ২-১৬
নিউজিল্যান্ড ৬০১/৩ ডিক্লেয়ার — ডেভন কনওয়ে ১৫৩, হেনরি নিকোলস ১৫০*, রাচিন রবীন্দ্র ১৬৫*
ফলাফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউজিল্যান্ডের ইতিহাস গড়া জয়, জিম্বাবুয়ের লজ্জার রেকর্ড

আপডেট সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বুলাওয়েতে তৃতীয় দিনের সকালের সেশনেই শেষ হয়ে গেল ম্যাচ। নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল।

এটি নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়, একই সঙ্গে জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

নিউজিল্যান্ডের আগের রাতের ৬০১/৩ ডিক্লেয়ার করার পর জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৭৬ রানের ঘাটতি নিয়ে। দিনের শুরুতেই ম্যাট হেনরি বোল্ড করেন ব্রায়ান বেনেটকে, পরে তার স্পেলে ব্রেন্ডন টেলরও ক্যাচ দিয়ে ফেরেন। অভিষেক ম্যাচে জ্যাকব ডাফি শিকার করেন শন উইলিয়ামসকে, যিনি রিটার্ন ক্যাচ দেন বোলারের হাতে।

এরপর অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে মধ্য ও নিচের সারি গুটিয়ে দেন জ্যাকারি ফোকস। তিনি প্রথমে ছোট লেন্থে সিকান্দার রাজাকে গালিতে ক্যাচ করান। তাফাদজওয়া সিগা ডিফেন্সে খোঁচা দিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। ভিনসেন্ট মাসেকেসা ও ট্রেভর গোয়ান্ডু—দুজনকেই বোল্ড করেন ইনসুইঙ্গারে। পঞ্চম শিকার হিসেবে বেন্ডিং মুজারাবানিকে ডিপ মিডউইকেটে ক্যাচ করিয়ে নেন।

ফাউল্কস ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন, প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। আরেক অভিষেক বোলার ম্যাথিউ ফিশারও দারুণ স্পেলে ক্রেগ আরভিন ও ট্রেভর গোয়ান্ডুকে ফেরান।

নিক ওয়েলচ কিছুটা প্রতিরোধ গড়েন ৪৭ রানে অপরাজিত থেকে, কিন্তু ডাফির বলে তানাকা চিভাঙ্গা গালিতে ক্যাচ দিলে ২৮.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১৪২ ও ১১৭ (২৮.১ ওভার) — নিক ওয়েলচ ৪৭*; জ্যাকারি ৫-৩৭, ম্যাট হেনরি ২-১৬
নিউজিল্যান্ড ৬০১/৩ ডিক্লেয়ার — ডেভন কনওয়ে ১৫৩, হেনরি নিকোলস ১৫০*, রাচিন রবীন্দ্র ১৬৫*
ফলাফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী।