ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ কেন?’

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ৯ জন পড়েছেন

সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (২৫ জানুয়ারি) রাত থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। তবে সোমবার সকালে সেই জল্পনার অবসান ঘটে, যখন তাকে বিসিবি কার্যালয়েই দেখা যায়। দেশত্যাগের এমন খবর ছড়ানোয় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, একজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন, আরেকজনের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতি বেশ টালমাটাল। ঠিক এমন সময়েই আমিনুল ইসলাম দেশ ছেড়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়।

সামাজিক মাধ্যমেও রাতভর ও সোমবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলে। এমনকি বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না।

 

পরে নিজেই জবাব দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, তার অবস্থান জানানো আদৌ প্রয়োজনীয় কি না। তিনি প্রশ্ন তোলেন, বিসিবিতে কাজ করার পরও কেন তার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ।

এরপর বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন করেন—তিনি কি দেশের বাইরে আছেন বলে মনে হচ্ছে?

উল্লেখ্য, আমিনুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরেই মেলবোর্নে বসবাস করছে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার সেখানে গেছেন এবং অনলাইনেও অফিস করেছেন। সে কারণে তার অস্ট্রেলিয়া যাওয়া নতুন কিছু নয়। তবে দেশের ক্রিকেট যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে তিনি দেশ ছেড়েছেন কিংবা জাতীয় নির্বাচনের আগেই ফিরবেন না—এমন গুঞ্জনের কারণেই বিষয়টি বেশি গুরুত্ব পায়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ কেন?’

আপডেট সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (২৫ জানুয়ারি) রাত থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। তবে সোমবার সকালে সেই জল্পনার অবসান ঘটে, যখন তাকে বিসিবি কার্যালয়েই দেখা যায়। দেশত্যাগের এমন খবর ছড়ানোয় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, একজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন, আরেকজনের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতি বেশ টালমাটাল। ঠিক এমন সময়েই আমিনুল ইসলাম দেশ ছেড়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়।

সামাজিক মাধ্যমেও রাতভর ও সোমবার সকাল পর্যন্ত বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলে। এমনকি বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না।

 

পরে নিজেই জবাব দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, তার অবস্থান জানানো আদৌ প্রয়োজনীয় কি না। তিনি প্রশ্ন তোলেন, বিসিবিতে কাজ করার পরও কেন তার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ।

এরপর বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন করেন—তিনি কি দেশের বাইরে আছেন বলে মনে হচ্ছে?

উল্লেখ্য, আমিনুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরেই মেলবোর্নে বসবাস করছে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার সেখানে গেছেন এবং অনলাইনেও অফিস করেছেন। সে কারণে তার অস্ট্রেলিয়া যাওয়া নতুন কিছু নয়। তবে দেশের ক্রিকেট যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে তিনি দেশ ছেড়েছেন কিংবা জাতীয় নির্বাচনের আগেই ফিরবেন না—এমন গুঞ্জনের কারণেই বিষয়টি বেশি গুরুত্ব পায়।