ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া করবে ভারত-রাশিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৩ জন পড়েছেন

এ বছরের ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া করবে ভারত। ‘মিলান ২০২৬’ নামের ওই মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’।

রাশিয়ান মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস

রাশিয়ান মেরিটাইম বোর্ড জানিয়েছে, ভারত মহাসাগরের উত্তর বঙ্গোপসাগরে ‘মিলান ২০২৬’ নৌ মহড়ায় অংশ নেবে ভারত ও রাশিয়া। সেই লক্ষ্যে ওমানের মাস্কট বন্দর ত্যাগ করে নির্ধারিত মিশনের দিকে এগোচ্ছে মার্শাল শাপোশনিকভ।

তাস জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রুশ ফ্রিগেটটি ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি অনানুষ্ঠানিক সফর করবে।

২০২৫ সালের অক্টোবরে ভারতের নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন জানান, ভারতীয় নৌবাহিনী ফেব্রুয়ারি ২০২৬-এ আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান নৌ মহড়ার আয়োজন করবে। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।

আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে এবছরের ১৮ ফেব্রুয়ারি, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বিশাখাপত্তনমে। একই সময়ে অনুষ্ঠিত হবে ‘মিলান’ বহুজাতিক নৌ মহড়া, যা ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড দুই বছর পরপর আয়োজন করে থাকে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া করবে ভারত-রাশিয়া

আপডেট সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

এ বছরের ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া করবে ভারত। ‘মিলান ২০২৬’ নামের ওই মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’।

রাশিয়ান মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস

রাশিয়ান মেরিটাইম বোর্ড জানিয়েছে, ভারত মহাসাগরের উত্তর বঙ্গোপসাগরে ‘মিলান ২০২৬’ নৌ মহড়ায় অংশ নেবে ভারত ও রাশিয়া। সেই লক্ষ্যে ওমানের মাস্কট বন্দর ত্যাগ করে নির্ধারিত মিশনের দিকে এগোচ্ছে মার্শাল শাপোশনিকভ।

তাস জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রুশ ফ্রিগেটটি ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি অনানুষ্ঠানিক সফর করবে।

২০২৫ সালের অক্টোবরে ভারতের নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন জানান, ভারতীয় নৌবাহিনী ফেব্রুয়ারি ২০২৬-এ আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান নৌ মহড়ার আয়োজন করবে। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।

আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে এবছরের ১৮ ফেব্রুয়ারি, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বিশাখাপত্তনমে। একই সময়ে অনুষ্ঠিত হবে ‘মিলান’ বহুজাতিক নৌ মহড়া, যা ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড দুই বছর পরপর আয়োজন করে থাকে।