দেশে ফিরেছেন সাবিনারা
- আপডেট সময় : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৪ জন পড়েছেন
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের নারী দল ইতিহাস সৃষ্টি করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি দক্ষিণ এশিয়ার সেরাদের মুকুট মাথায় নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে ফিরেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই তাদের সংবর্ধনার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন নারী ফুটসাল দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বিশেষ ছাদখোলা বাসে করে হাতিরঝিল পর্যন্ত প্রদক্ষিণের আয়োজন করা হয়েছে।
রাতের আয়োজনেও গ্র্যান্ড রিসিপশন অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নদের জন্য জলসীড়িতে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে এবং তারা গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন।
টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে খেলে বাংলাদেশ ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্র নিয়ে ১৬ পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটান ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপের গৌরব অর্জন করে।
























