ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা না’গঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ, হাজার টাকা জরিমানা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে না’গঞ্জ জেলা জেলা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ফতুল্লায় ভাঙা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ দোকান-গুদামে বিপুল অস্ত্র: গ্রেপ্তার ৯ কর্মচারী রিমান্ডে মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: সালাহউদ্দিন বেকারত্ব দূরীকরণে প্রযুক্তির ব্যবহার নিয়ে শেরপুরে শুভসংঘের আলোচনা সভা ক্ষোভে জুতা ছুড়লেন বৃদ্ধ, ডেকে বসতে দিলেন দুদক চেয়ারম্যান ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
‘ভারত-পাকিস্তান ম্যাচে ঝুঁকি নেই, তবে গ্যারান্টি দিতে পারছি না’

‘ভারত-পাকিস্তান ম্যাচে ঝুঁকি নেই, তবে গ্যারান্টি দিতে পারছি না’

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৪ জন পড়েছেন

এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচটি নিয়ে ঝুঁকি নেই তেমন।

এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। এরপর সুপার ফোর এবং ফাইনালেও তাদের আবার দেখা হতে পারে।

ইসিবির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুবহান আহমেদ বলেন, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের না খেলার কোনো ঝুঁকি নেই। তবে আমি আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা দিতে পারছি না।’

এই আলোচনা আসছে মূলত সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারতের দুই বার ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে। তবে সেই টুর্নামেন্টের মতো এশিয়া কাপ নয়, বিষয়টা মনে করিয়ে দিলেন সুবহান।

তিনি বলেন’এশিয়া কাপকে প্রাইভেট টুর্নামেন্ট যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সঙ্গে তুলনা করা যায় না। সেখানে ভারত লিগ ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।’

সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয় এবং বৈশ্বিক আসরে পাকিস্তানকে বর্জনের দাবি ওঠে ভারতে। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট করে জানায়নি তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা, যা এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে পরে বোর্ড জানায়, তারা টুর্নামেন্টে অংশ নেবে।

সুবহান বলেন, ‘বিসিসিআই ও পিসিবি নিজ নিজ সরকারের অনুমতি নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণে সম্মত হয়েছে।’ তিনি যোগ করেন, এই আসরে দুই দলের একে অপরকে এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এশিয়া কাপে গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ভারত-পাকিস্তান ম্যাচে ঝুঁকি নেই, তবে গ্যারান্টি দিতে পারছি না’

‘ভারত-পাকিস্তান ম্যাচে ঝুঁকি নেই, তবে গ্যারান্টি দিতে পারছি না’

আপডেট সময় : ০৩:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচটি নিয়ে ঝুঁকি নেই তেমন।

এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। এরপর সুপার ফোর এবং ফাইনালেও তাদের আবার দেখা হতে পারে।

ইসিবির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুবহান আহমেদ বলেন, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের না খেলার কোনো ঝুঁকি নেই। তবে আমি আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা দিতে পারছি না।’

এই আলোচনা আসছে মূলত সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারতের দুই বার ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে। তবে সেই টুর্নামেন্টের মতো এশিয়া কাপ নয়, বিষয়টা মনে করিয়ে দিলেন সুবহান।

তিনি বলেন’এশিয়া কাপকে প্রাইভেট টুর্নামেন্ট যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সঙ্গে তুলনা করা যায় না। সেখানে ভারত লিগ ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।’

সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয় এবং বৈশ্বিক আসরে পাকিস্তানকে বর্জনের দাবি ওঠে ভারতে। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট করে জানায়নি তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা, যা এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে পরে বোর্ড জানায়, তারা টুর্নামেন্টে অংশ নেবে।

সুবহান বলেন, ‘বিসিসিআই ও পিসিবি নিজ নিজ সরকারের অনুমতি নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণে সম্মত হয়েছে।’ তিনি যোগ করেন, এই আসরে দুই দলের একে অপরকে এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এশিয়া কাপে গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।