৩৯ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড
৩৯ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড

- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৫ জন পড়েছেন
জিম্বাবুয়ের মাটিতে খেলা মানেই যেন রেকর্ডের হাতছানি। গেল মাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ৪০০ রান করার খুব কাছে চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। এবার নিউজিল্যান্ডও রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছে। জিম্বাবুয়েকে রানের পাহাড়ে চাপা দিয়ে ৩৯ বছরের পুরোনো রেকর্ডও এবার ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড।
বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে সুবিধা করতে পারছে না মোটেও। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে গেছে দলটা। জবাব দিতে নেমে শুরু থেকেই নিউজিল্যান্ড চড়াও হয়েছে জিম্বাবুয়ের বোলারদের ওপর। ৬০০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে দলটা।
নিউজিল্যান্ড এমন রানের পাহাড় দাঁড় করিয়েছে তিন ব্যাটারের ব্যাটে চড়ে। ডেভন কনওয়ে করেছেন ১৫৩ রান। এরপর রাচিন রবীন্দ্র অপরাজিত আছেন ১৬৫ রানে। তার সঙ্গী হেনরি নিকলস ১৫০ রান নিয়ে ব্যাট করতে নামবেন আজ।
এক ইনিংসে তিনটি ১৫০ ছাড়ানো ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কিছু খুব একটা দেখা যায় না। কতটা বিরল, সেটা জানতে হলে চোখ রাখতে হবে রেকর্ডের পাতায়। এর আগে টেস্টের ১৪৮ বছরের ইতিহাসেই এমন কিছু দেখা গেছে স্রেফ ২ বার। প্রথমবার ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড করেছিল এমন কিছু, এর ৪৮ বছর পর ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ব্যাটার করেন ১৫০র বেশি রান।
সে রেকর্ডটাই এবার নতুন করে ছুঁল নিউজিল্যান্ড। ৩৯ বছর পর টেস্ট ক্রিকেট দেখল, এক ইনিংসে দেড় শতাধিক রান করলেন তিন ব্যাটার।