পথশিশুদের মুখে খাবার তুলে দিলেন বিএনপি নেতা টিপু

- আপডেট সময় : ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৫১ জন পড়েছেন
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে ধারাবাহিক ভাবে প্রতি শুক্রবার জুম্মার দিনের মতো গতকাল ৮ই আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের পরে পথশিশুদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। খাবার বিতরণ শেষে তিনি জানান, ইতোমধ্যে এসব পথশিশুর পড়ালেখার ব্যবস্থাও শুরু হয়েছে এবং যতদিন বেঁচে থাকবেন, ততদিন ইনশাল্লাহ এই কার্যক্রম অব্যাহত রাখবেন।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমি চাই শুধু জুমার দিন নয়, প্রতিদিন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করতে। একইসাথে তাদের লেখাপড়া, সুন্দর জীবনযাপন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
টিপু আরও বলেন, সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে দেশের কোনো পথশিশু অবহেলায় থাকবে না। অপচয় করা খাবার তাদের মধ্যে বিতরণ করলে তারা মাদকাসক্ত, চুরি বা ডাকাতির মতো অপরাধ থেকে দূরে থাকবে। তিনি পথশিশুদের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, আগামীর দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাতবাস কামনা করে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ১২নং ওয়াড বিএনপির সহ-সভাপতি, মোঃ শাহাবুদ্দিন, ১৮নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক, আল আরিফ, ১৬নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক, মাহাবুব রহমান, ১৬নং ওয়াড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হাসেম, ১২নং ওয়াড বিএনপির দল মাহাবুব হোসেন, ১৩নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক, হিরা সরদার, গার্মেন্টস শ্রমিক দল নেতা, মোঃ মনির মিয়া, ১৩নং ওয়াড বিএনপির মাসুদ মিয়া।