পঞ্চম ধাপে ২৪ জনের চোখের অপারেশন করালেন কায়সার কামাল
পঞ্চম ধাপে ২৪ জনের চোখের অপারেশন করালেন কায়সার কামাল
- আপডেট সময় : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ২১৫ জন পড়েছেন
মানবিক উদ্যোগ হিসেবে পঞ্চম ধাপে ২৪ জনের চোখের অপারেশন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে ১২৬ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা এমন অসংখ্য দুস্থ-অসহায় মানুষকে আলো দেখানোর এই মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পঞ্চম ধাপে ২৪ জনের অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। এরমধ্যে ৪ জন মহিলা এবং ২০ জন পুরুষ।
জানা যায়, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ওষুধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে। এই কাজে স্থানীয় বিএনপির স্বেচ্ছাসেবীরা বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।
এর আগে ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের, ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের অপারেশন সম্পন্ন হয়। গত ২৩ জুলাই ৫০ জন এবং ১৯ জুলাই প্রথম ধাপে ৪২ জন নারী-পুরুষের অপারেশন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়। ইতোমধ্যে ১৮৩ জনের অপারেশন সম্পন্ন হয়েছে এবং তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন।
পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন সম্পন্ন করা হবে। তারও আগে প্রায় ৪০০ এর অধিক মানুষ চোখের আলো ফিরে পেয়েছে কায়সার কামালের সহযোগিতায়।






















