ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, শিল্পকলায় আলোচনা সভা

 সাব্বির হোসেন
  • আপডেট সময় : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ১৮ জন পড়েছেন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে স্মরণীয় এই দিনটি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশসহ নারায়ণগঞ্জেও গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ‘প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পুষ্পস্তবক অর্পণ করেন। তারপরে একে একে জেলা পুলিশের প্রতিনিধি, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, যুব ইউনিয়ন, , ছাত্রদল, এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানান।

শহীদ পরিবারের সদস্যরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। জুলাই যদ্ধা এক শহীদ ছোট ভাই মো. কামরুজ্জামান বলেন, এই দিনটি আমাদের জন্য শুধু স্মরণ নয়, বরং এক দুঃখ-বেদনাভরা আত্মত্যাগের দিন। রাষ্ট্র যখন আমাদের শহীদ সন্তানদের যথাযথ মর্যাদা দেয়, তখন কিছুটা সান্ত্বনা পাই।

শ্রদ্ধা নিবেদনের পর নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এক মিনিট নিরবতা পালনসহ শহীদ পরিবাদের নিয়ে আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দলের রাজনৈতিকবর্গ ও শহীদ পরিবারের সহস্যরা।

দিনটি উপলক্ষে পুরো হাজীগঞ্জ এলাকাজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। জেলা প্রশাসক

 

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

 ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাজীগঞ্জ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, শিল্পকলায় আলোচনা সভা

আপডেট সময় : ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে স্মরণীয় এই দিনটি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশসহ নারায়ণগঞ্জেও গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ‘প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পুষ্পস্তবক অর্পণ করেন। তারপরে একে একে জেলা পুলিশের প্রতিনিধি, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, যুব ইউনিয়ন, , ছাত্রদল, এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানান।

শহীদ পরিবারের সদস্যরা এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। জুলাই যদ্ধা এক শহীদ ছোট ভাই মো. কামরুজ্জামান বলেন, এই দিনটি আমাদের জন্য শুধু স্মরণ নয়, বরং এক দুঃখ-বেদনাভরা আত্মত্যাগের দিন। রাষ্ট্র যখন আমাদের শহীদ সন্তানদের যথাযথ মর্যাদা দেয়, তখন কিছুটা সান্ত্বনা পাই।

শ্রদ্ধা নিবেদনের পর নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এক মিনিট নিরবতা পালনসহ শহীদ পরিবাদের নিয়ে আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দলের রাজনৈতিকবর্গ ও শহীদ পরিবারের সহস্যরা।

দিনটি উপলক্ষে পুরো হাজীগঞ্জ এলাকাজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। জেলা প্রশাসক