মামলা নিচ্ছে না,এটা আমি জানি না : এসপি
- আপডেট সময় : ১২:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৩৯ জন পড়েছেন
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “মামলা নিচ্ছে না—এটা আমি জানি না। তবে আজকে তারা মামলা করতে যাবে এটা অবগত আছি। আজকে তাদের মামলা করতে থানায় যাওয়ার কথা। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের নামে মামলা দিলে আমরা কেন মামলা নিব না?”
গত রোববার নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলার শুনানিতে যাওয়ার সময় এক নারী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধে। হামলায় রাজিয়া সুলতানা (৩৮), তার স্বামী মোঃ ইরফান মিয়া (৫০) ও দুই পুত্র জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫) আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) আহত রাজিয়া সুলতানা ফতুল্লা থানায় সাখাওয়াত হোসেনসহ ছয় জনের নাম উল্লেখ করে এবং আরও বারো জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের চেষ্টা করেন। তবে অভিযোগ উঠেছে, থানা পুলিশ মামলা নিচ্ছে না এবং সাখাওয়াতের নাম বাদ দিলে তবেই মামলা নেয়া হবে বলে জানায় থানা পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ সাখাওয়াত খানের নাম থাকা মামলাগুলো নিতে ভয় পাচ্ছে। হামলার শিকার পরিবার দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

















