প্রতিবেশীর হামলায় আহত বৃদ্ধার থানায় অভিযোগ

- আপডেট সময় : ১০:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৬১ জন পড়েছেন
পার্শ্ববর্তী বাড়ির দুই নারী হামলা করে নির্যাতন ও হত্যা করার চেষ্টা করেছেন এবং একাধিকবার তার উপর প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে ফতুল্লা মডেল থানায় মিলন বেগম (৭০) এক অভিযোগ দায়ের করেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে ফতুল্লা মডেল থানায় এই অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মিলন বেগম উপজেলার মুসলিমনগর নয়া বাজারের বাসিন্দা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ১নং বিবাদীনী গনিয়া (২৫) ও ২নং বিবাদীনী দিদি বেগম (৫৫) নিয়মিতভাবে তাকে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করে আসছে। অভিযোগকারী বলেন, শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে বাড়ির সামনের ময়লা পরিষ্কার করাকালে ঝাড়ু থেকে পড়ে একটি বিক্ষিপ্ত ময়লা ঘটনাস্থলে গিয়ে ১নং বিবাদীনির বাড়িতে গিয়ে পড়ে। ওই ঘটনায় ১ ও ২নং বিবাদীনী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর শুরু করেন।
মিলন বেগম অভিযোগে উল্লেখ করেন, ১নং বিবাদীনী তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেন; ২নং বিবাদীনী তার বুকে ও পেটের তলপেটে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। এছাড়া তার গলায় থাকা ০২ ভরি ওজনের স্বর্ণের চেইন কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা আরও প্রাণনাশের হুমকি দিয়ে বলেন “তোমাকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেবো না, বাইরের কোথাও পেলে শেষ করে দেবো” এবং মিথ্যা মামলায় ফাঁসানোর কথাও বলা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
মিলন বেগম বলেন, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীরা বিভিন্ন সময় ঝগড়া, হুমকি ও অসভ্য আচরণ করে আসছিল; তাই আতঙ্কে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এদিন থানায় অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর জমা দেয়া হয়েছে বলে জানা যায়।
ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে জানায় পুলিশ।
মিলন বেগম জানিয়েছেন, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযোগের যথাযথ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।