বন্দরে ৩২২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
বন্দরে ৩২২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

- আপডেট সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৩০ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩২২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। অভিযানে ‘মেসার্স ফারুক স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা এবং ১৫(৪)(খ) মোতাবেক পলিথিনের বিক্রয়, প্রদর্শন ও মজুদের দায়ে জব্দ ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।