ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সাইনবোর্ডে চাঁদা না পেয়ে মিষ্টির দোকানে হামলা

সাইনবোর্ডে চাঁদা না পেয়ে মিষ্টির দোকানে হামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ১৩৭ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম সাইনবোর্ড এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মিষ্টির দোকানে হামলা, ভাঙচুর ও প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা দোকানের কর্মচারী ও পাশের একটি খামারের শ্রমিকদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় বলেও জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই বিকেলে সাইনবোর্ড মোড় সংলগ্ন মতিন সাউদ রোডের আল-জয়নাল মার্কেটে। এ বিষয়ে ভুক্তভোগী মার্কেটের মালিক মোঃ জয়নাল আবেদীনের পক্ষে তার কেয়ারটেকার মোঃ নুর ইসলাম বাদী হয়ে গত ৬ জুলাই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। তবে, অভিযোগ দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী ও তার কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আল-জয়নাল মার্কেটের মালিক জয়নাল আবেদীন প্রায় ১৬ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা ও বসবাস করে আসছেন। অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমান খান (৫২), ফারুক (৩৮) ও রাশেদ (৪২) বেশ কিছুদিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময়ে মার্কেটের কেয়ারটেকার ও শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিত।
এরই জেরে গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে অভিযুক্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের ভাড়া দেওয়া দোকান ‘টেস্টি ফাস্টফুড’-এ অতর্কিত হামলা চালায়। সে সময় দোকানে ডেকোরেশনের কাজ চলছিল। হামলাকারীরা দোকানে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে তিনটি ২-টনের এসি, একটি ডিপ ফ্রিজ এবং দোকানের বিভিন্ন আসবাবপত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় কর্মচারী ও শ্রমিকদের হুমকি দিয়ে বলে, এ বিষয়ে থানা-পুলিশকে জানালে তাদের “কেটে টুকরো টুকরো করে” হত্যা করা হবে। এই ঘটনার পর থেকে মার্কেটের মালিক ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমান খানের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৭৭০০৯৯৫৫) শনিবার সন্ধ্যায় একাধিকবার ফোন দিলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাইনবোর্ডের এই ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাইনবোর্ডে চাঁদা না পেয়ে মিষ্টির দোকানে হামলা

সাইনবোর্ডে চাঁদা না পেয়ে মিষ্টির দোকানে হামলা

আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম সাইনবোর্ড এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মিষ্টির দোকানে হামলা, ভাঙচুর ও প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা দোকানের কর্মচারী ও পাশের একটি খামারের শ্রমিকদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় বলেও জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই বিকেলে সাইনবোর্ড মোড় সংলগ্ন মতিন সাউদ রোডের আল-জয়নাল মার্কেটে। এ বিষয়ে ভুক্তভোগী মার্কেটের মালিক মোঃ জয়নাল আবেদীনের পক্ষে তার কেয়ারটেকার মোঃ নুর ইসলাম বাদী হয়ে গত ৬ জুলাই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। তবে, অভিযোগ দায়েরের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী ও তার কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আল-জয়নাল মার্কেটের মালিক জয়নাল আবেদীন প্রায় ১৬ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা ও বসবাস করে আসছেন। অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমান খান (৫২), ফারুক (৩৮) ও রাশেদ (৪২) বেশ কিছুদিন ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময়ে মার্কেটের কেয়ারটেকার ও শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিত।
এরই জেরে গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে অভিযুক্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের ভাড়া দেওয়া দোকান ‘টেস্টি ফাস্টফুড’-এ অতর্কিত হামলা চালায়। সে সময় দোকানে ডেকোরেশনের কাজ চলছিল। হামলাকারীরা দোকানে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে তিনটি ২-টনের এসি, একটি ডিপ ফ্রিজ এবং দোকানের বিভিন্ন আসবাবপত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় কর্মচারী ও শ্রমিকদের হুমকি দিয়ে বলে, এ বিষয়ে থানা-পুলিশকে জানালে তাদের “কেটে টুকরো টুকরো করে” হত্যা করা হবে। এই ঘটনার পর থেকে মার্কেটের মালিক ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমান খানের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৭৭০০৯৯৫৫) শনিবার সন্ধ্যায় একাধিকবার ফোন দিলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাইনবোর্ডের এই ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।