ক্যারিয়ারে প্রথমবার শাহরুখের হাতে জাতীয় পুরস্কার, কোন সিনেমার জন্য পেলেন?
- আপডেট সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ১৪৮ জন পড়েছেন
ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। রাজধানী নয়াদিল্লিতে এদিন সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এবারের আয়োজনটি বিশেষভাবে নজর কাড়ে বলিউড কিং শাহরুখ খানের অর্জনের কারণে।
তিন দশকের বেশি সময় ধরে বলিউড দাপিয়ে বেড়ানো শাহরুখ খান এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন। তার ক্যারিয়ারের এই প্রথম জাতীয় স্বীকৃতি ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।
‘জাওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার অর্জন করেন শাহরুখ। সিনেমাটিতে তিনি রোম্যান্স, অ্যাকশন ও ড্রামার অপূর্ব সমন্বয় ঘটিয়ে এক নতুন মাত্রায় নিজেকে তুলে ধরেন। শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে তার পারফরম্যান্স।
বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় এই অভিনেতা তার অভিনয় দক্ষতা, অনন্য ব্যক্তিত্ব ও মেধাসম্পন্ন উপস্থিতির জন্য বহু বছর ধরেই দর্শকদের হৃদয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় পুরস্কারেও সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেন ‘কিং খান’।
























