ব্রাজিলের কোচিং স্টাফে পরিবর্তন, বাবার সঙ্গ ছাড়লেন ছেলে
ব্রাজিলের কোচিং স্টাফে পরিবর্তন, বাবার সঙ্গ ছাড়লেন ছেলে

- আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৩ জন পড়েছেন
কার্লো আনচেলত্তির হাত ধরে নতুন যুগে পা দিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত হয়েছে তাদের। এখন বিশ্বকাপের মূল পর্ব মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন আনচেলত্তি। তবে এর মধ্যেই নিজের কোচিং স্টাফ নিয়ে একটা হোঁচট খেয়েছেন তিনি।
ব্রাজিলের কোচিং প্যানেল ছেড়েছেন কার্লোর ছেলে ও তার সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩৫ বছর বয়সী এই ইতালীয় কোচ রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগোর প্রস্তাব গ্রহণ করেছেন এবং পেশাদার দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সোনালী সময় থেকেই তার পাশে ছিলেন ডেভিড। ব্রাজিলেও দু’জন একসঙ্গে আছেন। তবে এবার বাবার ছায়া থেকে বের হয়ে প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি।
জানা গেছে, বোটাফোগোর সঙ্গে গত রোববারই চুক্তির পাকাপাকি হয়ে গেছে ডেভিডের। তিনি আগামী সপ্তাহের শুরুতে রিও ডি জেনেইরোতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
২০১২ সাল থেকে ডেভিড তার বাবা কার্লোর (কার্লো আনচেলত্তি) ‘ডান হাত’ হিসেবে ইউরোপের বিভিন্ন লিগে কাজ করেছেন—বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, এভারটন এবং নাপোলির মতো ক্লাবে। তবে এবার চ্যালেঞ্জ ভিন্ন, কারণ এবার তিনি নিজেই কোচিং স্টাফ গঠন করবেন এবং সদ্য কোপা লিবার্তোদোরেস ও ব্রাজিলিয়েরাও চ্যাম্পিয়ন ক্লাবের নেতৃত্ব দেবেন।
প্রসঙ্গত, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ডেভিডের পূর্ণকালীন চুক্তি ছিল না। শুধু কার্লোর স্টাফের অংশ হিসেবে সহযোগিতা করতেন তিনি।