ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৯ জন পড়েছেন

কক্সবাজারের পেকুয়ায় কক্সবাজার আসনের (চকরিয়া-পেকুয়া) সাবেক এমপি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতশত নেতাকর্মী এতে অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি পেকুয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র পেকুয়া চৌমুহনী এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঘুরে আবার চৌমুহনীতে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য রেখে শান্তিপূর্ণ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সাবেক এমপি জাফর আলমকে তিন মামলায় সাত দিনের রিমান্ডে বুধবার পেকুয়া থানায় নেওয়া হয়েছে। অনাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, চকরিয়া থানায় দায়ের করা ৫টি মামলায় চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার সকালে সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া আদালতে হাজির করা হয়।

চকরিয়া আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. গোলাম সরওয়ার জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংবাদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের শফিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পরে ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পেকুয়া থানার আরও দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পেকুয়া থানায় তাকে সর্বমোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় কক্সবাজার আসনের (চকরিয়া-পেকুয়া) সাবেক এমপি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শতশত নেতাকর্মী এতে অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি পেকুয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র পেকুয়া চৌমুহনী এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঘুরে আবার চৌমুহনীতে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য রেখে শান্তিপূর্ণ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সাবেক এমপি জাফর আলমকে তিন মামলায় সাত দিনের রিমান্ডে বুধবার পেকুয়া থানায় নেওয়া হয়েছে। অনাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, চকরিয়া থানায় দায়ের করা ৫টি মামলায় চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার সকালে সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া আদালতে হাজির করা হয়।

চকরিয়া আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. গোলাম সরওয়ার জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংবাদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের শফিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পরে ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পেকুয়া থানার আরও দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পেকুয়া থানায় তাকে সর্বমোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।