অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত
অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত

- আপডেট সময় : ১০:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৩ জন পড়েছেন
উইম্বলডন শুরুর পর হঠাৎ করে বন্ধ করে দেয় আয়োজকরা। সোমবার রাতে উইম্বলডনের চতুর্থ বাছাই টেলর ফ্রিটজ এবং জিওভানি পেকার্ডের মধ্যে ম্যাচ চলছিল। কিন্তু চতুর্থ সেটের পরই সেই ম্যাচ স্থগিত করে মঙ্গলবার শুরুর কথা জানানো হয়।
প্রথম দুই সেটেই পিছিয়ে পড়েছিলেন ফ্রিটজ। এরপর দুর্দান্ত কামব্যাক করেন তিনি। ফলে খেলায় এত বালো ছন্দে থাকা সত্ত্বেও ম্যাচ শেষ করতে না পারায় উদ্যোক্তাদের ওপর ক্ষুব্ধ।
ম্যাচের অফিশিয়ালরা দুই টেনিস খেলোয়াড়ের কাছে এসেই জানান যে ম্যাচ রাত ১১টার মধ্যে শেষ হবে না। চতুর্থ সেটে ১-৫ ফলে পিছিয়ে ছিলেন আমেরিকান টেলর ফ্রিটজ, সেখান থেকে তিনি ফিরে এসে সেই সেট জিতে নেন টাই ব্রেকারে। এরপর পঞ্চম সেটেও দুর্দান্তভাবে তিনিই শুরু করেন, কিন্তু ম্যাচ থামিয়ে দেওয়ায় তিনি হতাশ হন।
মার্টন কাউন্সিলের সঙ্গে চুক্তি অনুযায়ী অল ইংল্যান্ড ক্লাব বন্ধ হওয়ার কথা রাত ১১টায়। কিন্তু ফ্রিটজ বিরক্তি বোধ করেন, কারণ আয়োজকরা ম্যাচ বন্ধ করার নির্দেশ দেন যখন হাতে ৪০ মিনিট সময় ছিল। অর্থাৎ যে ছন্দে ফ্রিটজ ছিলেন, তাতে তিনি তার আগেই পঞ্চম সেট জিতে নিতেন বলে আশা দেখছিলেন।