সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ধানের শীষ পেলেন যারা
সোজাসাপটা রিপোর্ট
- আপডেট সময় : ০১:৩৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৫৬ জন পড়েছেন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আজহারুল ইসলাম মান্মান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদ।
এ চারটি আসনের বাইরে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়নি। এই আসনে বিএনপির সম্ভাব্য শরীক দলের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী আলোচনায় রয়েছেন।















