নিউজিল্যান্ড সফরে হালে পানি পাচ্ছে না উইন্ডিজ
- আপডেট সময় : ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৫ জন পড়েছেন
নিউজিল্যান্ড সফরে গিয়ে হালে পানি পাচ্ছে না ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি সান্ত্বনার জয় পেলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দুই ওয়ানডেতে লড়াই করলেও আজ হ্যামিল্টনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করেছে ক্যারিবীয়রা। স্বাগতিক নিউজিল্যান্ড জিতেছে ৪ উইকেট ও ১১৭ বল হাতে রেখে।
এদিন টসে জিতে আগে ব্যাট করে কিউই বোলারদের তোপের মুখে পড়ে ৩৬.২ ওভারে ১৬১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করলেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিউই বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ ৩৮ রান করেছেন রোস্টন চেজ। আর ২৬ রান এসেছে ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে।
বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ম্যাচসেরা ম্যাট হেনরি। ৪৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনারের। ৭ উইকেট নিয়ে সিরিজসেরা নিউজিল্যান্ডের কাইল জেমিসন
১৬২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে লক্ষ্য বড় না হওয়ায় খুব বেশি বিপদে পড়তে হয়নি মিচেল স্যান্টনারের দলকে। মার্ক চাপম্যান ৬৩ বলে ৬৪ রান করে নিউজিল্যান্ডকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেন। ৩১ বলে ৪০ রানে অপরাজিত থেকে বাকি কাজ শেষ করেন মাইকেল ব্রেসওয়েল।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.২ ওভারে ১৬১/১০ (রোস্টন চেজ ৩৮, ক্যাম্পবেল ২৬; হেনরি ৪/৪৩, ডাফি ২/২৭, স্যান্টনার ২/২৭)।
নিউজিল্যান্ড: ৩০.৩ ওভারে ১৬২/৬ (মার্ক চাপম্যান ৬৪, ব্রেসওয়েল ৪০*; সিলস ২/৩৫, ফোর্ড ২/৪৬)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাট হেনরি।
সিরিজসেরা: কাইল জেমিসন।
২ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ২৬ থেকে ২৮ নভেম্বর প্রস্তুতি মূলক একটি তিন ম্যাচ খেলবে দুই দল।
























