নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২০২৭
মাসুম ও রফিক প্যানেলের মনোনয়নপত্র দাখিল

- আপডেট সময় : ০৩:০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৯২ জন পড়েছেন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সভাপতি পদে মাহবুবুর রহমান মাসুম (সম্পাদক খবরের পাতা) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি) প্যানেল শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনটিভির সাবেক সিনিয়র রিপোর্টার নাফিস আশরাফ (টিএনএন টিভি ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান আরিফ (সিনিয়র রিপোর্টার রূপালী বাংলাদেশ), কোষাধক্ষ্য পদে ইউসুফ আলী এটম ( নির্বাহী সম্পাদক দেশের আলো), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক কান্তি ভৌমিক ( বার্তা সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ)।
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসসের সাবেক( প্রধান বার্তা সম্পাদক) হালিম আজাদ, মাসুমুজ্জামান (বাংলাদেশ পোস্ট), পুলক হাসান ( সংবাদ), আসিফুজ্জামান (সহ সম্পাদক সমকাল) আমির হোসেন স্মিথ ( সিনিয়র করেসপন্ডেন্ট যমুনা টিভি ও যুগান্তর)
নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করে সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, বৈষম্য দূর করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, ও পরিবর্তনের ধারা অব্যহত রাখা হবে এই অঙ্গীকার করে প্রেস ক্লাবের সকল সদস্যদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। নেতৃত্বদ্বয় বলেন, সদস্যদের ভোটে এই প্যানেল নির্বাচিত হলে প্রেসক্লাবের সকল সদস্যদের জন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও বৈষম্য দূর করা হবে।