ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘাড়ে ‘ডেঞ্জার’ লেখা স্বাধীনের সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৩৭ জন পড়েছেন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দায় স্বীকার করেছেন ঘাড়ে এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি স্বাধীন। তার ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে, যাতে ইংরেজিতে লেখা ‘ডেঞ্জার’।

গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ডেঞ্জার লেখা দেখা গেছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পর পুলিশ সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের শনাক্ত করে সাত আসামিকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তার অন্যরা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

এদিজে আজ শনিবার সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঘাড়ে ‘ডেঞ্জার’ লেখা স্বাধীনের সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার

আপডেট সময় : ০৫:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দায় স্বীকার করেছেন ঘাড়ে এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি স্বাধীন। তার ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে, যাতে ইংরেজিতে লেখা ‘ডেঞ্জার’।

গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ডেঞ্জার লেখা দেখা গেছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পর পুলিশ সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের শনাক্ত করে সাত আসামিকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তার অন্যরা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

এদিজে আজ শনিবার সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।