ফতুল্লায় সমিতির নামে টাকা নিয়ে উধাও!
ফতুল্লায় সমিতির নামে টাকা নিয়ে উধাও!

- আপডেট সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৬ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
ফতুল্লার দেওভোগের দাতা সড়ক এলাকায় সমিতি দেওয়ার নাম করে বেশকয়েকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। পরে টাকা নিয়ে পুরো চক্রটি একেবারে উধাও হয়ে যায় এলাকা থেকে। ভুক্তভোগীদের অভিযোগ টাকা নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের সকল নাম্বার বন্ধ ও কোনভাবেই তাঁদের সাথে আর যোগাযোগ করা যায়নি।
খোঁজনিয়ে জানাযায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরেই নগরীর বিভিন্ন স্থানে সমিতি দেওয়ার কথা বলে সহজ সরল মানুষকে কথার ফাঁদে ফেলে তাঁদের সর্বস্ব লুটে নিচ্ছে। সর্ব শেষ শহরের দাতা সড়ক এলাকায় নাম মাত্র একটি অফিস নিয়ে স্থানীয় এলাকার অনেক নারী পুরুষদের তাঁর ঐ নাম সর্বস্ব অফিসের ভূয়া সদস্য বানিয়ে তাঁদের থেকে সমিতি দেওয়ার কথা বলে আগাম টাকা নিয়ে তারিখের পর তারিখ দিয়ে সমিতির টাকা দিতে ব্যর্থ হন প্রতারক চক্রের মূল হোতা পলি ও তাঁর বাকি সদস্যরা।
এক পর্যায় টাকা না দিয়ে গত ৮/১/২০২৫ তারিখে রাতের আধারে পলি ও তাঁর ভূয়া অফিসের কর্মকর্তাতা পলায়ন করনে। পরে ভুক্তভোগিরা ফতুল্লা মডেল থানায় পলি ও তাঁর প্রতারক চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে দীর্ঘ দিনের চেষ্টায় অভিযোগটি মামলায় রূপ নিলে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরন করেন ফতুল্লা থানা পুলিশ।
ভুক্তভোগী আজিজা জান্নাত বলনে,পুলিশ পলি ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে কোর্টে পাঠালেও তারা টাকার জোড়ে জামিনে বের হয়ে গেছে। আমি এবং আমার মতো আরও যারা ভুক্তভোগী রয়েছে তাঁদের সকলের দাবি পুনরায় তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
হারুন নামে এক ব্যবসায়ী বলেন, পলি ও তাঁর দলের সদস্যরা আমাকে নানাভাবে প্রলভন দেখিয়ে আমার কাছ থেকে ২লক্ষ টাকানিয়ে গেছে আমি তাঁর এই অপরাধীদের আইনের আওতায় এনে তাঁদের শাস্তির মাধ্যমে আমার টাকা আমাকে ফিরিয়ে দেওয়া হোক।
এই বিষয়ে প্রারক চক্রের মূল হোতা পলির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যার্থ হলে তাঁর আর কোন বক্তব্য নেওয়া সম্বভ হয়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানায়, এই ঘটনায় মামলায় হয়েছে মামলাটি কোর্টে চলমান রয়েছে।