‘সাইয়ারা’ ঝড়: ছয় দিনে ২০০ কোটির বেশি আয়, আহান-অনীতায় মেতেছে জেন-জি
‘সাইয়ারা’ ঝড়: ছয় দিনে ২০০ কোটির বেশি আয়, আহান-অনীতায় মেতেছে জেন-জি

- আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১৬ জন পড়েছেন
দীর্ঘদিন পর বলিউডে রোমান্টিক ঘরানার এক সিনেমা ঘিরে দেখা দিলো দর্শকদের উচ্ছ্বাস। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ মুক্তির পরই ঝড় তুলেছে বক্স অফিসে ও তরুণ প্রজন্মের মনে। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ছবিটির আয় ছাড়িয়ে গেছে ২০০ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়), যা নির্মাণ ব্যয়ের প্রায় তিন গুণ।
নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ভালোবাসার গল্প প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’র বাজেট ছিল প্রায় ৫৭ কোটি টাকা। অথচ ছবিটি এরই মধ্যে আয় করেছে ২০০ কোটিরও বেশি, যা প্রযোজক ও বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
প্রথম দিনেই ছবিটি আয় করে ২১.৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭.৫ কোটি টাকা)। এরপর দ্বিতীয় দিন ৩০.৯ কোটি, তৃতীয় দিন ৩২ কোটি ও ষষ্ঠ দিনে ২৬.৮ কোটি টাকা আয় করে ‘সাইয়ারা’। ছয় দিনের শেষে ভারতের বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৬ কোটির কাছাকাছি। আর বিশ্বব্যাপী আয় পৌঁছেছে প্রায় ২৭৮ কোটি টাকায়।
ছবির অভাবনীয় এই সাফল্যের পেছনে রয়েছে আবেগময় কাহিনি, হৃদয় ছুঁয়ে যাওয়া গান ও তরুণ প্রজন্মকে কেন্দ্র করে নির্মিত আধুনিক রোমান্স। আহান ও অনীতার পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বহু দর্শক বলছেন, অনেক দিন পর এমন এক রোমান্টিক জুটি পেয়েছে বলিউড, যাদের সঙ্গে তারা গভীরভাবে সংযুক্ত বোধ করছেন।
সমালোচকদেরও মন জয় করেছে ‘সাইয়ারা’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইছে ছবিটি নিয়ে। বিশেষ করে জেনারেশন-জি’র মধ্যে আহান পান্ডে হয়ে উঠেছেন নতুন হার্টথ্রব। তার স্টাইল, হাসি আর আবেগভরা অভিনয় নিয়ে আলোচনা চলছে তরুণ-তরুণীদের মধ্যে।
শুধু সাধারণ দর্শকই নয়, বলিউডের তারকারাও ছবিটির প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আহান ও অনীতার প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন আমির খান, আলিয়া ভাট, অনিল কাপুর, শিল্পা শেঠি, শ্রদ্ধা কাপুর, রণবীর সিং, বরুণ ধাওয়ান, চাঙ্কি পান্ডে, অনন্যা পান্ডে, কার্তিক আরিয়ানসহ অনেকেই।
তারা সামাজিক মাধ্যমে শেয়ার করছেন ছবির গান, দৃশ্য ও নিজেদের অনুভূতি।
এই মুহূর্তে ‘সাইয়ারা’ শুধু বলিউডেই নয়, দক্ষিণ এশিয়ার বিনোদন জগতে অন্যতম আলোচিত নাম। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, এই সিনেমার সাফল্য মোহিত সুরিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি এটি আবারও প্রমাণ করল— ভালো গল্প, আবেগময় উপস্থাপন আর নতুন মুখ দিয়েও রোমান্টিক ছবিতে দর্শক মাতানো সম্ভব।
তবে প্রশ্ন থেকে যায়—এই সাফল্য কি দীর্ঘস্থায়ী হবে, নাকি সাময়িক আলোড়নের পর হারিয়ে যাবে? এর উত্তর দেবে সময়ই। তবে এখন পর্যন্ত ‘সাইয়ারা’ নিঃসন্দেহে ২০২৫ সালের অন্যতম বড় চমক।