গনপূর্ত অধিদপ্তরে ছাত্রলীগের মহড়া!
গনপূর্ত অধিদপ্তরে ছাত্রলীগের মহড়া!

- আপডেট সময় : ০৬:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১১ জন পড়েছেন
স্টাফ রিপোর্টার
‘ময়লার ভাগাড়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ! শহীদদের সাথে গণপূর্তের তামাশা’ / ’গণপূর্তের কাঁধে ফ্যাসিস্টদের ভূত’ / ’শহীদদের সাথে গণপূর্তের তামাশা‘ শীর্ষক কয়েকটি দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের পর আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত ফ্যাসিষ্ট সরকারের গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ট সহযোগি এবং গণপূর্তের ক্যাশিয়ারখ্যাত ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সোহাগ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নারায়ণগঞ্জে গণপূর্ত কার্যালয়ে মহড়া দিয়েছেন। এমন মহড়ার পর ছাত্রলীগের সন্ত্রাসী সোহাগ দলবল দিয়ে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের অফিস কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সোহাগ এমন ঔদ্ধত্যপূর্ণ ঘটনাটি ঘটিয়েছে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের এমন সন্ত্রাসী মহড়ার দৃশ্য দেখে নারায়ণগঞ্জে গণপূর্ত কার্যালয়ের কর্মরত কর্মচারীদের মধ্যে আতংকের সৃস্টি হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে গত ১৪ জুলাই সোমবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জের ময়লার ভাগাড়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সারাদেশের মধ্যে নারায়ণগঞ্জেই প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয় ।
প্রথম ’জুলাই শহীদের স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করেন আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদ ছাত্রলীগের ক্যাডার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী সাইফুল ইসলাম সোহাগ । আর এই সোহাগকে বিনা টেন্ডারে কাজ করতে সার্বিকভাবে সহায়তা করেছেন নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশিদ। এই হারুন অর রশিদ নিজেও ছাত্রলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত।
একটি নির্ভরশীল সূত্র জানায়, বুয়েটের তিতুমীর হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা কেলেংকারীর পরও ছাত্রলীগের তকমায় সরকারী চাকরী নিয়ে বীরের বেশে এখনো নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে । তার মৌখিক নির্দেশেই চলছে টেন্ডার বিহীন সরকারী কার্যক্রম।
আর এই ময়লার ভাগাড়ে ’জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করে শহীদের রক্তের সাথে বেইমানী করেছেন গণপূর্ত বিভাগ !
এমন ঘটনার পরও বুয়েটের তিতুমীর হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমানে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ তার কক্ষে ছাত্রলীগের ক্যাডার সাইফুল ইসলাম সোহাগের সাথে রুদ্ধদ্বার বৈঠক করায় আবারো ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । এই রুদ্ধদ্বার বৈঠকে হারুন অর রশিদ ও সোহাগ নানাভাবে গণমাধ্যমের বিরুদ্ধে নগ্নভাষায় আক্রমনাত্মক মন্তব্যও করে বলেছেন, “আমরা এখানে এভাবেই কাজ করবো, দেখি নারায়ণগঞ্জের কে কি করতে পারে ।