ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
হাইব্রিডদের ভীড়ে মূল্যায়ন কমেছে তৃণমূলের

হাইব্রিডদের ভীড়ে মূল্যায়ন কমেছে তৃণমূলের

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ২২ জন পড়েছেন

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পতনের পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ভীড় দেখা যাচ্ছে। এর ফলে দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হচ্ছে। এর ফলে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নারায়ণগঞ্জে টিকে থাকতে হয়েছে বিএনপিকে। এসময় জেলা, জুলুম, হামলা, মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতনের পর থেকে নির্বাচনী ভাবনা নিয়েই ভাবছেন বিএনপির নেতারা। কেউ জাতীয় সংসদ নির্বাচন কেউ আবার স্থানীয় সরকার নির্বাচনে লড়তে চান। এই নিয়েই সমীকরণ সাজাচ্ছেন প্রথম সারির নেতারা।
নিজ নিজ এলাকায় বলয় শক্তিশালী করতে বিএনপির অনেক নেতাই বিগত আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকাদের কাছে টানছেন। অনেক বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলা এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও পুনর্বাসনের অভিযোগ উঠছে। নেতারা ফুরফুরে মেজাজে থাকলেও ভাল নেই রাজপথের ত্যাগী কর্মীরা। দল মূল্যায়ন না করায় অনেকেই হতাশ। অনেকে আবার রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ বলয় ভারি করতে কাজ করছেন পাঁচ আগষ্টের পর থেকে। এর ফলেও বহু হাইব্রিড ও নিষ্ক্রিয় লোক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাচ্ছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দল।
আওয়ামী লীগের আমলে আঁতাত করে চলা অনেক নেতাদেরই সাম্প্রতিক সময়ে কাছে টানতে দেখা গেছে নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতাদের। অনেকে আবার নিজের দল ভারি করতে দলোর বহিষ্কৃত এমনকি দলত্যাগ করে আওয়ামী লীগে চলে যাওয়া নেতাকর্মীদের কাছে টানছেন৷ এসকল ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই দলটির প্রাণ। তৃণমূল অবশ্যই মূল্যায়িত হবে। আমাদের জেলাজুড়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। আমরা ইতিমধ্যে বার্তা দিয়েছি ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে। যাকে ইচ্ছা তাকে ফরম দেবে, তা হবে না। তাদের অবশ্যই বিএনপির লোক হতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি করার লোক কিন্তু অভাব নাই। কিন্তু সবাইকে বিএনপির সদস্য করা যাবে না। যারা বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সঙ্গে সম্পৃক্ততা নেই তাদেরকেই বিএনপি মূল্যায়ন করবে। আর আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক এবং সমাজের ঘৃণিত ব্যক্তিদের বিএনপিতে ঠাই হবে না।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাইব্রিডদের ভীড়ে মূল্যায়ন কমেছে তৃণমূলের

হাইব্রিডদের ভীড়ে মূল্যায়ন কমেছে তৃণমূলের

আপডেট সময় : ০৫:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পতনের পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ভীড় দেখা যাচ্ছে। এর ফলে দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হচ্ছে। এর ফলে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নারায়ণগঞ্জে টিকে থাকতে হয়েছে বিএনপিকে। এসময় জেলা, জুলুম, হামলা, মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতনের পর থেকে নির্বাচনী ভাবনা নিয়েই ভাবছেন বিএনপির নেতারা। কেউ জাতীয় সংসদ নির্বাচন কেউ আবার স্থানীয় সরকার নির্বাচনে লড়তে চান। এই নিয়েই সমীকরণ সাজাচ্ছেন প্রথম সারির নেতারা।
নিজ নিজ এলাকায় বলয় শক্তিশালী করতে বিএনপির অনেক নেতাই বিগত আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকাদের কাছে টানছেন। অনেক বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলা এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও পুনর্বাসনের অভিযোগ উঠছে। নেতারা ফুরফুরে মেজাজে থাকলেও ভাল নেই রাজপথের ত্যাগী কর্মীরা। দল মূল্যায়ন না করায় অনেকেই হতাশ। অনেকে আবার রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ বলয় ভারি করতে কাজ করছেন পাঁচ আগষ্টের পর থেকে। এর ফলেও বহু হাইব্রিড ও নিষ্ক্রিয় লোক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাচ্ছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দল।
আওয়ামী লীগের আমলে আঁতাত করে চলা অনেক নেতাদেরই সাম্প্রতিক সময়ে কাছে টানতে দেখা গেছে নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতাদের। অনেকে আবার নিজের দল ভারি করতে দলোর বহিষ্কৃত এমনকি দলত্যাগ করে আওয়ামী লীগে চলে যাওয়া নেতাকর্মীদের কাছে টানছেন৷ এসকল ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই দলটির প্রাণ। তৃণমূল অবশ্যই মূল্যায়িত হবে। আমাদের জেলাজুড়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। আমরা ইতিমধ্যে বার্তা দিয়েছি ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে। যাকে ইচ্ছা তাকে ফরম দেবে, তা হবে না। তাদের অবশ্যই বিএনপির লোক হতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি করার লোক কিন্তু অভাব নাই। কিন্তু সবাইকে বিএনপির সদস্য করা যাবে না। যারা বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সঙ্গে সম্পৃক্ততা নেই তাদেরকেই বিএনপি মূল্যায়ন করবে। আর আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক এবং সমাজের ঘৃণিত ব্যক্তিদের বিএনপিতে ঠাই হবে না।