ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
কাকে আইডল মানেন সুমনা ইয়াসমিন?

কাকে আইডল মানেন সুমনা ইয়াসমিন?

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৮ জন পড়েছেন

বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। এর সুবাদে অভিনয় জগতে প্রবেশ। তার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কলেজ পর্যন্ত কোনাবাড়ীতেই পড়াশোনা করেছেন তিনি। এখন একটি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত অভিনেত্রী।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার নাটক ‘হরবোলা’। এই ‘হরবোলা’ নাটক নিয়েই একটি গণমাধ্যমে কথা বলেছেন সুমনা ইয়াসমিন। যদিও এর আগে কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেত্রী। সেখান থেকে নাটকটির পরিচালক ইবনে জোবায়ের তাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন।

সুমনা ইয়াসমি বলেন, নাটকের গল্পটা একদম ভিন্ন রকম। আমার মনে হচ্ছিল, একই রকম চরিত্রে কাজ না করে আমার বিভিন্ন ধরনের চরিত্রে চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে কাজটা নিয়ে আগ্রহী হই। নাটকটি অনেকে পছন্দ করেছেন। এরই মধ্যে মুক্তি পাচ্ছে আপনার আরেকটি নাটক ‘সাথী’। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে মফস্বলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পুরোনো দিনের গল্প তুলে ধরা হয়েছে। আমার পুরোনো দিনের গল্প ভালো লাগে। বিশেষ করে আশি, নব্বইয়ের দশকের জিনিসগুলো আমাকে আকৃষ্ট করে। পরিচালক রুবেল আনুশ ভাইয়া যখন গল্পটা শেয়ার করেন, তখন বলি— এ রকম গল্পই চাচ্ছিলাম।

অভিনয়ে এলেন কেন? সুমনা ইয়াসমিন বলেন, আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিওচিত্রে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি এসেছে। এরপর ফেব্রুয়ারিতে আমার প্রথম নাটক পাঁজর ৩ আসে। এখন পর্যন্ত চারটা নাটকে কাজ করেছি।

ক্যারিয়ার নিয়ে আপনার পরিকল্পনা কী?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সত্যি বলতে, আমি অত বেশি অ্যাম্বিশাস না। মানুষ আমার কাজ পছন্দ করলে কাজটা করে যাওয়ার ইচ্ছা আছে।

অভিনয়ে কাকে আদর্শ মানেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে ওই রকম কাউকে আইডল মানি না। আমার খুব কম কাজ দেখা হয়। আগের দিনের সিনেমাগুলো দেখি। উত্তম কুমার, সুচিত্রা সেনের সিনেমাগুলো খুব ভালো লাগে আমার।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাকে আইডল মানেন সুমনা ইয়াসমিন?

কাকে আইডল মানেন সুমনা ইয়াসমিন?

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সুমনা ইয়াসমিন। এর সুবাদে অভিনয় জগতে প্রবেশ। তার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কলেজ পর্যন্ত কোনাবাড়ীতেই পড়াশোনা করেছেন তিনি। এখন একটি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত অভিনেত্রী।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার নাটক ‘হরবোলা’। এই ‘হরবোলা’ নাটক নিয়েই একটি গণমাধ্যমে কথা বলেছেন সুমনা ইয়াসমিন। যদিও এর আগে কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেত্রী। সেখান থেকে নাটকটির পরিচালক ইবনে জোবায়ের তাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন।

সুমনা ইয়াসমি বলেন, নাটকের গল্পটা একদম ভিন্ন রকম। আমার মনে হচ্ছিল, একই রকম চরিত্রে কাজ না করে আমার বিভিন্ন ধরনের চরিত্রে চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে কাজটা নিয়ে আগ্রহী হই। নাটকটি অনেকে পছন্দ করেছেন। এরই মধ্যে মুক্তি পাচ্ছে আপনার আরেকটি নাটক ‘সাথী’। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকে মফস্বলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। পুরোনো দিনের গল্প তুলে ধরা হয়েছে। আমার পুরোনো দিনের গল্প ভালো লাগে। বিশেষ করে আশি, নব্বইয়ের দশকের জিনিসগুলো আমাকে আকৃষ্ট করে। পরিচালক রুবেল আনুশ ভাইয়া যখন গল্পটা শেয়ার করেন, তখন বলি— এ রকম গল্পই চাচ্ছিলাম।

অভিনয়ে এলেন কেন? সুমনা ইয়াসমিন বলেন, আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিওচিত্রে কাজের প্রস্তাব পাই। এ বছরই কাজটি এসেছে। এরপর ফেব্রুয়ারিতে আমার প্রথম নাটক পাঁজর ৩ আসে। এখন পর্যন্ত চারটা নাটকে কাজ করেছি।

ক্যারিয়ার নিয়ে আপনার পরিকল্পনা কী?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সত্যি বলতে, আমি অত বেশি অ্যাম্বিশাস না। মানুষ আমার কাজ পছন্দ করলে কাজটা করে যাওয়ার ইচ্ছা আছে।

অভিনয়ে কাকে আদর্শ মানেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে ওই রকম কাউকে আইডল মানি না। আমার খুব কম কাজ দেখা হয়। আগের দিনের সিনেমাগুলো দেখি। উত্তম কুমার, সুচিত্রা সেনের সিনেমাগুলো খুব ভালো লাগে আমার।