ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারা পেল শরীফ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৫৭ জন পড়েছেন

সদর উপজেলার বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে) নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার মধ্যে এই ইজারার দরপএ অনুষ্ঠিত হয়।
বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের দুটি দরপএ দাখিল করা হয়েছে। এর মধ্যে শরীফ হোসেন মানিক দাখিল করেছেন ২৯, ২৬০০ (উনএিশ লাখ ছাব্বিশ হাজার) টাকা তার প্রতিদ্বন্দ্বি মাসুম ২৭,২৫৫০০ (সাতাশ লাখ পঁঁচিশ হাজার পাঁচশত) টাকা দরপএ দাখিল করেছেন। দুটি দরদাতা বৈধ হিসেবে বিবেচিত হলেও সর্ব্বোচ্চ দর দাতা হিসেবে শরীফ হোসেন মানিককে ঘাটের ইজারা দেওয়া হয়।
এর আগে ইজারার শর্ত ভঙ্গের কারনে রাজাপুর ইজারার দরপএ বাতিল করা হয়েছিল। পরে গত ১৫ জুন পুনরায় ইজারার দরপএ আহবান করে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। তা ৩০ জুন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপএ দাতাদের উপস্থিতিতে দরপএ সম্পূর্ন হওয়ার সময় থাকলে ও নির্ধারিত সময়ে সমপরিমান দরপএের মূল্য না থাকায় ২ জুলাই ইজারা দরপএ খোলার সময় নির্ধারন করা হয়।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারা পেল শরীফ

আপডেট সময় : ০৩:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

সদর উপজেলার বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে) নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার মধ্যে এই ইজারার দরপএ অনুষ্ঠিত হয়।
বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের দুটি দরপএ দাখিল করা হয়েছে। এর মধ্যে শরীফ হোসেন মানিক দাখিল করেছেন ২৯, ২৬০০ (উনএিশ লাখ ছাব্বিশ হাজার) টাকা তার প্রতিদ্বন্দ্বি মাসুম ২৭,২৫৫০০ (সাতাশ লাখ পঁঁচিশ হাজার পাঁচশত) টাকা দরপএ দাখিল করেছেন। দুটি দরদাতা বৈধ হিসেবে বিবেচিত হলেও সর্ব্বোচ্চ দর দাতা হিসেবে শরীফ হোসেন মানিককে ঘাটের ইজারা দেওয়া হয়।
এর আগে ইজারার শর্ত ভঙ্গের কারনে রাজাপুর ইজারার দরপএ বাতিল করা হয়েছিল। পরে গত ১৫ জুন পুনরায় ইজারার দরপএ আহবান করে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। তা ৩০ জুন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপএ দাতাদের উপস্থিতিতে দরপএ সম্পূর্ন হওয়ার সময় থাকলে ও নির্ধারিত সময়ে সমপরিমান দরপএের মূল্য না থাকায় ২ জুলাই ইজারা দরপএ খোলার সময় নির্ধারন করা হয়।