ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সোনারগাঁয়ে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

সোনারগাঁয়ে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১০ জন পড়েছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় জোরপূর্বক দোকানপাট উচ্ছেদ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি কোম্পানির ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সন্ত্রাসী দিয়ে মঙ্গলবার সকালে ওই জমি দখলের চেষ্টা করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী মুজিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের হাজী মুজিবুর রহমান বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় সাতভাইয়াপাড়া মৌজায় ৩০ শতাংশ জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন যাবত দোকানপাট নির্মাণ করে তা ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগ উঠেছে, ওই এলাকার পশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্স ফিড কোম্পানি ৩০ শতাংশ ওই জমি মধ্যে ১০ শতাংশ জমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করে পুরো ৩০ শতাংশ জমি ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে দখলের চেষ্টা চালায়। এ ঘটনার পর জমির মালিকানা নিয়ে মজিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার সকালে মার্স ফিডের ম্যানেজার জসিমের নেতৃত্বে সাতভাইয়াপাড়া গ্রামের হারকিউলিসের ছেলে সন্ত্রাসী সেজান, কালু ফকিরের ছেলে মো. জসিম মিয়া, মোতালেব মিয়ার ছেলে রাসেলসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুজিবুর রহমানের দোকানপাটে গিয়ে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখায় ও দোকানপাট উচ্ছেদের চেষ্টা চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা আগামী দুই দিনের মধ্যে দোকানপাট ছেড়ে না দিলে তা ভাঙচুর ও লুটপাট করা হবে বলে হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা কোম্পানির লোকজনদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হলে মুজিবুর রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেয়। ঘটনার পর থেকে পুরো বৈদ্যেরবাজার মাছ ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী হাজী মুজিবুর রহমান বলেন, বৈদ্যেরবাজার মাছ ঘাট এলাকার সম্পত্তি তার বাপ দাদার আমলের সম্পত্তি। তার আপন ভাইয়ের কাছ থেকে সে সম্পত্তি ক্রয় করে তা ভোগ দখলে আছেন। এ থেকে মার্স ফিড নামের একটি কোম্পানি ১০ শতাংশ জমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করে আমার পুরো সম্পত্তি দখলে নিতে চায়। সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো জমি দখলে নেওয়ার পর তা নামে মাত্র মূল্যে আমাকে বিক্রি করতে বাধ্য করবে বলে কোম্পানির ভাড়াটিয়া সন্ত্রাসীরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কোম্পানির আগ্রাসন থেকে তিনি মুক্তি চান।

এ ব্যাপারে অভিযুক্ত মার্স ফিডের ম্যানেজার মো. জসিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁয়ে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

সোনারগাঁয়ে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় জোরপূর্বক দোকানপাট উচ্ছেদ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি কোম্পানির ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সন্ত্রাসী দিয়ে মঙ্গলবার সকালে ওই জমি দখলের চেষ্টা করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী মুজিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের হাজী মুজিবুর রহমান বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় সাতভাইয়াপাড়া মৌজায় ৩০ শতাংশ জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন যাবত দোকানপাট নির্মাণ করে তা ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগ উঠেছে, ওই এলাকার পশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্স ফিড কোম্পানি ৩০ শতাংশ ওই জমি মধ্যে ১০ শতাংশ জমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করে পুরো ৩০ শতাংশ জমি ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে দখলের চেষ্টা চালায়। এ ঘটনার পর জমির মালিকানা নিয়ে মজিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার সকালে মার্স ফিডের ম্যানেজার জসিমের নেতৃত্বে সাতভাইয়াপাড়া গ্রামের হারকিউলিসের ছেলে সন্ত্রাসী সেজান, কালু ফকিরের ছেলে মো. জসিম মিয়া, মোতালেব মিয়ার ছেলে রাসেলসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুজিবুর রহমানের দোকানপাটে গিয়ে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখায় ও দোকানপাট উচ্ছেদের চেষ্টা চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা আগামী দুই দিনের মধ্যে দোকানপাট ছেড়ে না দিলে তা ভাঙচুর ও লুটপাট করা হবে বলে হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা কোম্পানির লোকজনদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হলে মুজিবুর রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেয়। ঘটনার পর থেকে পুরো বৈদ্যেরবাজার মাছ ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী হাজী মুজিবুর রহমান বলেন, বৈদ্যেরবাজার মাছ ঘাট এলাকার সম্পত্তি তার বাপ দাদার আমলের সম্পত্তি। তার আপন ভাইয়ের কাছ থেকে সে সম্পত্তি ক্রয় করে তা ভোগ দখলে আছেন। এ থেকে মার্স ফিড নামের একটি কোম্পানি ১০ শতাংশ জমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করে আমার পুরো সম্পত্তি দখলে নিতে চায়। সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো জমি দখলে নেওয়ার পর তা নামে মাত্র মূল্যে আমাকে বিক্রি করতে বাধ্য করবে বলে কোম্পানির ভাড়াটিয়া সন্ত্রাসীরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কোম্পানির আগ্রাসন থেকে তিনি মুক্তি চান।

এ ব্যাপারে অভিযুক্ত মার্স ফিডের ম্যানেজার মো. জসিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।