ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে হতাশ করল আইসিসি, ম্যাচ বর্জন করবেন সালমানরা?

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১ জন পড়েছেন

ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত।

এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি।

ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।

আইসিসির নিয়মে না থাকলেও দুবাইয়ে পরশু ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করেননি সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া। এমনকি ম্যাচ শুরুর আগে টসের সময় পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাকে ভারতের অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন।

ওই ঘটনার পর পাকিস্তান হুমকি দিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ওয়াকওভার পেয়ে যাবে আরব আমিরাত। তাতে ২ পয়েন্ট নিয়েই ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে থেমে যাবে পাকিস্তানের পথচলা। ভারতের সমান ৪ পয়েন্ট নিয়ে আমিরাত উঠে যাবে সুপার ফোরে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত পিসিবির পক্ষ থেকে নেওয়া হয়নি।

৪ পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট ‍+৪.৭৯৩। পাকিস্তান, আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। নেট রানরেটের বিচারে পাকিস্তান ও আমিরাতের অবস্থান দুই ও তিনে। পাকিস্তান, আমিরাতের নেট রানরেট ‍+১.৬৪৯ ও -২.০৩০। শুক্রবার আবুধাবিতে ভারত-ওমান ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের গ্রুপ পর্ব।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানকে হতাশ করল আইসিসি, ম্যাচ বর্জন করবেন সালমানরা?

আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত।

এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি।

ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।

আইসিসির নিয়মে না থাকলেও দুবাইয়ে পরশু ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করেননি সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া। এমনকি ম্যাচ শুরুর আগে টসের সময় পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাকে ভারতের অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন।

ওই ঘটনার পর পাকিস্তান হুমকি দিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ওয়াকওভার পেয়ে যাবে আরব আমিরাত। তাতে ২ পয়েন্ট নিয়েই ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্বে থেমে যাবে পাকিস্তানের পথচলা। ভারতের সমান ৪ পয়েন্ট নিয়ে আমিরাত উঠে যাবে সুপার ফোরে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত পিসিবির পক্ষ থেকে নেওয়া হয়নি।

৪ পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট ‍+৪.৭৯৩। পাকিস্তান, আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। নেট রানরেটের বিচারে পাকিস্তান ও আমিরাতের অবস্থান দুই ও তিনে। পাকিস্তান, আমিরাতের নেট রানরেট ‍+১.৬৪৯ ও -২.০৩০। শুক্রবার আবুধাবিতে ভারত-ওমান ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের গ্রুপ পর্ব।