বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত পিরোজপুর জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেতো না ফ্যাসিবাদেরর দোসররা। একই কারণে তারা দেশেও অবাধে কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবকে নিউইয়র্কে কেউ লাঞ্চিত করেনি দাবি করে রিজভী বলেন, মহাসচিবকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, যার সবকিছুই মিথ্যা ও ভিত্তিহীন।



















