১৫০টি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি থেকে সার্ভে করে আমরা দেখেছি ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জেলা সমন্বয়কারী প্রধানদের মাঠের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি।
গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন আলেম সমাজ, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, নারী ও সাংবাদিকদের প্রার্থিতা থাকবে। এছাড়া গণঅভ্যুত্থানের শ্রমিক, দিনমজুর, কৃষকদেরও প্রার্থিতা থাকবে, জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সবসময়ই আমাদের প্রতীক হিসেবে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলার দাবি জানিয়েছি। আশা করছি আমাদের কাঙ্ক্ষিত প্রতীক পাবো।