শরীর সুস্থ রাখতে বা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে অনেকেই প্রতিদিন সালাদ খাচ্ছেন।
সংবাদ শিরোনাম :
সালাদ খাওয়ার উপকারিতা ও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
প্রতিবেদকের নাম :
- আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৪ জন পড়েছেন
ফলের সালাদ জনপ্রিয় এবং স্বাস্থ্যকর, এ কথা ঠিক।
শাকসবজিতে ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকলেও শুধু শাকসবজি দিয়ে ভরপেট খেলে শরীরের প্রোটিন ঘাটতি থেকে যেতে পারে। স্বাস্থ্যকর ও পরিপূর্ণ সালাদ তৈরি করতে প্রোটিন থাকা আবশ্যক। আপনি চাইলে সালাদে ডিম, মুরগি, মাছ, পনির, ছোলা ব্যবহার করতে পারেন।
ড্রেসিং
বাজারের অনেক সালাদ ড্রেসিং যেমন মেয়োনেজ, হানি মাস্টার্ড, মধু, ম্যাপল সিরাপ ইত্যাদি দেখতে স্বাস্থ্যকর মনে হলেও, অনেক সময় এতে থাকে লুকোনো চিনি ও কৃত্রিম রাসায়নিক। ঘরোয়া উপায়ে তৈরি করুন সালাদ ড্রেসিং।
অনেকেই ওজন কমানোর জন্য চর্বি বা ফ্যাট একেবারেই বাদ দেন। কিন্তু শরীরের পুষ্টির ভারসাম্য বজায় রাখতে স্বাস্থ্যকর ফ্যাট থাকা জরুরি।
ট্যাগ :






















