দূরে সরে যাচ্ছে চাঁদ, পৃথিবীর কী হবে?
- আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭০ জন পড়েছেন
বিজ্ঞানীরা চাঁদে পৃষ্ঠে বিশেষ প্রতিফলক বসিয়ে রেখেছেন। লেজার রশ্মি পাঠিয়ে তারা চাঁদের সঠিক দূরত্ব পরিমাপ করেন। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনে এই প্রতিফলক স্থাপন করা হয়। সেই পরিমাপ থেকেই জানা যায়, চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, চাঁদ যে গতিতে দূরে সরে যাচ্ছে, তা নিয়ে আপাতত বিপদের কোনো আশঙ্কা নেই। তবে কোটি কোটি বছর পর এর ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তখন জোয়ার-ভাটার তীব্রতাও কম হবে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়া কেবল চাঁদ বা পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, মহাবিশ্বের অন্যান্য গ্রহ ও তাদের উপগ্রহের মধ্যে এমন প্রবণতা দেখা যায়।
চাঁদ ও পৃথিবীর সম্পর্ক এক অদ্ভুত ও সুন্দর ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। যদিও চাঁদ দূরে সরে যাচ্ছে, এই পরিবর্তন এত ধীর যে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়ে না। তবে ভবিষ্যতের পৃথিবী ও চাঁদের সম্পর্ক কেমন হবে, তা বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ক্রমাগত জানা যাবে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থাৎ ক্যালটেকের গ্রহ বিজ্ঞানী ডেভিড স্টিভেনসন জানান, চাঁদের এই দূরে সরে যাওয়া আমাদের সৌরজগতের ইতিহাস এবং পৃথিবী-চাঁদের সম্পর্ক বুঝতে সহায়ক। এই ধীর প্রক্রিয়া থেকেই আমরা জানি পৃথিবীর দিনগুলি অতীতে ছোট ছিল এবং ভবিষ্যতে আরো বড় হবে।


















