লেবানিজ সেনাবাহিনীকে ১ কোটি ৪২ লাখ ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
লেবানিজ সেনাবাহিনীকে ১ কোটি ৪২ লাখ ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

- আপডেট সময় : ০৩:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪ জন পড়েছেন
লেবাননের সেনবাহিনীকে ১৪.২ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর (যা ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’) এ ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সহায়তা লেবানিজ সশস্ত্র বাহিনীকে নিজেদের পরিচালনা, প্রাণঘাতী অবিস্ফোরিত গোলাবারুদ (এইএক্সও) ও হিজবুল্লাহর অস্ত্রের গুদাম নিরাপদে শনাক্ত ও অপসারণে সক্ষমতা দেবে।’
এই সহায়তা প্যাকেজটি ট্রাম্প প্রশাসনের সেসব অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য ছিল অঞ্চলজুড়ে ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করা এবং হিজবুল্লাহর শক্তি দুর্বল করা।
এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম বুধবার এক টেলিভিশন ভাষণে আঞ্চলিক দেশগুলোকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে আরও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সরকারদের ইসরাইলের পক্ষে দাঁড়িয়ে ‘প্রতিরোধ আন্দোলনের পেছনে ছুরি মারা’ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।