আ.লীগের সঙ্গে সমঝোতা নিয়ে যে যুক্তি মামুনুল হকের

- আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১০ জন পড়েছেন
২০০৬ সালে আওয়ামী লীগের সঙ্গে করা পাঁচ দফা চুক্তিকে বাংলাদেশের ইসলামি রাজনীতির একটি বড় অর্জন বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তার মতে, আওয়ামী লীগের মতো ঐতিহাসিকভাবে ইসলামবিদ্বেষী একটি সংগঠনও সেসব দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেছিল এটিই ছিল বড় সাফল্য।
যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের যে পাঁচ দফা আদর্শিক চুক্তি হয়েছিল, আমি মনে করি সেটি শুধু খেলাফত মজলিস নয়- বরং বাংলাদেশের ইসলামি রাজনীতির একটি বড় অর্জন। সেখানে ব্লাসফেমি আইন প্রণয়ন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং ফতোয়াকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। আওয়ামী লীগের মতো ঐতিহাসিকভাবে ইসলামবিদ্বেষী একটি সংগঠনও সেসব দাবি মেনে চুক্তি স্বাক্ষর করেছিল এটিই ছিল বড় সাফল্য। এজন্য বামপন্থি ও নাস্তিক্যবাদীরা প্রবলভাবে ক্ষুব্ধ হয়েছিল। আমি এটিকে আমাদের রাজনীতির মাইলফলক মনে করি।
জাতীয় পার্টি ও ৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যের বিষয়ে তিনি বলেন, চারদলীয় জোট হয়েছিল দেশ, স্বাধীনতা ও ইসলামের স্বার্থে। জাতীয় পার্টির সঙ্গেও একসময় নির্বাচনি সমঝোতা হয়েছিল, কারণ তারা রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামের স্বীকৃতি দেওয়াসহ অনেক বিষয়ে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছিল। রাজনীতিতে কূটনৈতিক সমঝোতা ইতিহাসেরই অংশ।