‘ভোট দেওয়ার আগে ভাইবেন দুঃসময়ে কারা পাশে ছিল’
- আপডেট সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৮ জন পড়েছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খেয়েছে, জেল খেটেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভাবুন, তারপর ভোটটা দিয়েন। ৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেতো- তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতটা অপরিণামদর্শী হইয়েন না।
তিনি লেখেন, নোটঃ ডাকসু নিয়ে এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট। ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টার সময়। এখন ফলাফলের অপেক্ষা।
আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এ ভোটের ব্যালট গণনা করা হবে ১৪টি মেশিনে। এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের ফল ঘোষণা করা হবে।
ডাকসুতে এবার মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।



















