আপডেট সময় :
০১:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
/
১৯
জন পড়েছেন
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘২০২৫ সালের সেপ্টেম্বর মাস চলছে। আর এই সেপ্টেম্বর মাসকে বহুদিন পর ব্ল্যাক সেপ্টেম্বর হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন। এটিকে কেন ব্ল্যাক সেপ্টেম্বর বলা হচ্ছে— এটি আমরা ২০২৪ সালে টের পাইনি। আমরা ২০২৪ সালের এই সেপ্টেম্বর মাসকে একটা আশীর্বাদপূর্ণ মাস হিসেবে মনে করেছিলাম।
‘তার আগে দুই চার-বছরে এই মাস নিয়ে আমাদের কোনো রকম মাথাব্যথা ছিল না। আমরা সাধারণত আতঙ্ক অনুভব করতাম। শেখ হাসিনার জমানাতে আগস্ট মাসকে কেন্দ্র করে একটা আতঙ্ক বিরাজ করত এবং প্রকৃতির নিয়মে আমাদের সে আশঙ্কা— সেই আওয়ামী লীগের যে পতন, সে পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রকৃতির কতগুলো অদ্ভুত লীলাখেলা থাকে।
সে অদ্ভুত লীলাখেলাগুলো হলো যে প্রকৃতি যা কিছু ঘটাতে চায় তা আগেই বিভিন্নভাবে জানান দেয়।’‘তো সেই দিক থেকে আপনি যদি এই বছরের সেপ্টেম্বর মাসের প্রকৃতির দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। কক্সবাজারে কী হচ্ছে, সুন্দরবনে কী হচ্ছে, বান্দরবানে কী হচ্ছে, সিলেটের তামাবিল, ঢাকা শহর, রাজবাড়ীতে কী হচ্ছে? তাহলেই আপনি প্রকৃতির ইশারা বুঝতে পারবেন। প্রকৃতি যা কিছু ঘটাতে চায়, তা তার বান্দাদের মুখ দিয়ে বলে দেয়।
এই সার্বিক অবস্থায় আপনি এখন আজকের এই দিনটিকে কল্পনা করেন। এটা কেন ব্ল্যাক সেপ্টেম্বর হলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু মানুষের মুখ দিয়ে কিন্তু এটা বের হয়ে গেছে যে দিস ইস ব্ল্যাক সেপ্টেম্বর।’‘এই ব্ল্যাক সেপ্টেম্বর মাসে আপনি দেখেন যে মানুষের মন-মানসিকতা কোথায় চলে গেছে। কোনো মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করছেন না।
তারা শুধু নিজেকে ভালো মনে করছেন আর সবাইকে মনে করছেন যে ওরা বাজে লোক। রাস্তাঘাটে যেসব মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সব কিছুর মধ্যে আপনি দেখবেন যে সব মানুষ অধৈর্য হয়ে পড়েছে। এগুলো ভালো লক্ষণ নয়। এগুলো ব্ল্যাক সেপ্টেম্বরের প্রাকৃতিক যে উপমা, তার কিছু উদাহরণ আমি দিলাম।’