ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজেমেরীর ওসমানের কিশোরগ্যাং লিডার ইভন খুন আ.লীগের ঝটিকা মিছিল, যে নির্দেশনা দিল সরকার দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: ব্যবস্থা নিতে নির্দেশ সরকারের পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন দেখছেন প্রেসসচিব কিভাবে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবে জাপান ‘আ.লীগের কোনো নেতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তারা কলকাতায় আরাম-আয়েশে ছিল’ হাটহাজারী মাদরাসায় হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি দেশের এমন বেহাল অবস্থা পৃথিবীর কোথাও নেই ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না : শফিকুল আলম

ড. ইউনূসের কার্যকাল আর কত দিন, প্রশ্ন গোলাম মাওলা রনির

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১ জন পড়েছেন
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের যেভাবে হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আগমন ঘটেছে, তা দেশের মানুষের কাছে একরকম বিস্ময়কর ছিল। মানুষ তার প্রতি সহানুভূতিশীল ছিল, তার প্রতি মানুষের স্বাভাবিক করুণা ছিল। কিন্তু কেউ কল্পনাও করেনি, এমনকি ড. ইউনূস নিজেও নয় যে তিনি একসময় প্রধানমন্ত্রীর বাসভবনে বসে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন।

গোলাম মাওলা প্রশ্ন তোলেন, ড. ইউনূসের কার্যকাল আসলে কত দিন? তিনি কি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি পর্যন্ত দায়িত্বে থাকবেন? নাকি ডিসেম্বরের মধ্যেই তার বিদায় ঘটবে? কারণ, সংবিধানে যদি সংশোধন হয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসে বা যদি আদালতের রায়ের মাধ্যমে তা বাস্তবায়ন হয়, তাহলে হয়তো বর্তমান প্রধান বিচারপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হতে পারে।

সেই ক্ষেত্রে ড. ইউনূসের বিদায় অবধারিত হবে। তিনি আরো বলেন, বিষয়টি এতটাই অনিশ্চিত যে ‘ডিসেম্বর তো অনেক দেরি’, এর আগেই সেপ্টেম্বর বা অক্টোবরেই ড. ইউনূস স্বেচ্ছায়, চাপের মুখে বা অন্য কোনোভাবে দায়িত্ব ছাড়তে পারেন।গোলাম মাওলা রনি আরো বলেন, নির্বাচন শেষে তাকে কি তার পুরনো পেশায় ফিরিয়ে দেওয়া হবে, নাকি তাকে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা হিসেবে ‘বিশেষ দূত’, ‘এনভয় এমিরেটাস’ বা প্রেসিডেন্টের মর্যাদায় কোনো সম্মানজনক পদে আসীন করা হবে?

তিনি বলেন, বাংলাদেশে যেহেতু এখন অনেক অসম্ভব জিনিসও বাস্তবে ঘটছে, তাই এটিও অস্বাভাবিক নয়। বর্তমান রাজনীতিতে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি গণতান্ত্রিক একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে? রনি বিশ্লেষণ করেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য ১৪ দলের সম্মিলিত ভোটারসংখ্যা প্রায় ৫০%।

এখন এক ধরনের ভাবনা দেখা দিয়েছে, এই ৫০% মানুষকে একেবারে রাজনীতি থেকে ‘মাইনাস’ করে ফেলতে হবে। তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে, কিন্তু তারা আর ভোট দিতে পারবে না। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা যদি তওবা কমিশনে গিয়ে স্বীকার করেন যে তারা আর কখনো ‘জয় বাংলা’ বা ‘জয় বঙ্গবন্ধু’ বলবেন না, তাহলে হয়তো তাদের আবার প্রথম শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। রনি বলেন, এসব কথা আপাতদৃষ্টিতে কল্পনাপ্রসূত মনে হলেও, বাংলাদেশে অসম্ভব অনেক ঘটনাই ঘটে গেছে।
তাই এগুলোকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।তিনি বলেন, ড. ইউনূসের হঠাৎ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়া তার নিজের জীবনেও অপ্রত্যাশিত এক বাঁক। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত ছিলেন না, তার নেই যথাযথ রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রশাসনিক দক্ষতা। ফলে বর্তমানে যেসব জটিল রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেগুলোতে তিনি বেশ চাপের মধ্যে আছেন। রনি বলেন, রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে মূলত তিনটি দলের; আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির।

গোলাম মাওলা বলেন, বাংলাদেশের অবস্থা এখন এমন এক নৌকার মতো, যার মাঝি কোনো দিন নৌকা চালায়নি, যাত্রীরাও কেউ কখনো নৌকায় চড়েনি, এমনকি সাঁতারও জানে না। এখন সেই নৌকার তলদেশ ফুটো হয়ে গেছে, পানি ঢুকছে। মাঝি-যাত্রী সবাই দিশাহারা, অথচ সাগর পাড়ি দিতে হবে। এই হলো আজকের বাংলাদেশের রাজনীতির বাস্তব রূপ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ড. ইউনূসের কার্যকাল আর কত দিন, প্রশ্ন গোলাম মাওলা রনির

আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের যেভাবে হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আগমন ঘটেছে, তা দেশের মানুষের কাছে একরকম বিস্ময়কর ছিল। মানুষ তার প্রতি সহানুভূতিশীল ছিল, তার প্রতি মানুষের স্বাভাবিক করুণা ছিল। কিন্তু কেউ কল্পনাও করেনি, এমনকি ড. ইউনূস নিজেও নয় যে তিনি একসময় প্রধানমন্ত্রীর বাসভবনে বসে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন।

গোলাম মাওলা প্রশ্ন তোলেন, ড. ইউনূসের কার্যকাল আসলে কত দিন? তিনি কি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি পর্যন্ত দায়িত্বে থাকবেন? নাকি ডিসেম্বরের মধ্যেই তার বিদায় ঘটবে? কারণ, সংবিধানে যদি সংশোধন হয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসে বা যদি আদালতের রায়ের মাধ্যমে তা বাস্তবায়ন হয়, তাহলে হয়তো বর্তমান প্রধান বিচারপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হতে পারে।

সেই ক্ষেত্রে ড. ইউনূসের বিদায় অবধারিত হবে। তিনি আরো বলেন, বিষয়টি এতটাই অনিশ্চিত যে ‘ডিসেম্বর তো অনেক দেরি’, এর আগেই সেপ্টেম্বর বা অক্টোবরেই ড. ইউনূস স্বেচ্ছায়, চাপের মুখে বা অন্য কোনোভাবে দায়িত্ব ছাড়তে পারেন।গোলাম মাওলা রনি আরো বলেন, নির্বাচন শেষে তাকে কি তার পুরনো পেশায় ফিরিয়ে দেওয়া হবে, নাকি তাকে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা হিসেবে ‘বিশেষ দূত’, ‘এনভয় এমিরেটাস’ বা প্রেসিডেন্টের মর্যাদায় কোনো সম্মানজনক পদে আসীন করা হবে?

তিনি বলেন, বাংলাদেশে যেহেতু এখন অনেক অসম্ভব জিনিসও বাস্তবে ঘটছে, তাই এটিও অস্বাভাবিক নয়। বর্তমান রাজনীতিতে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি গণতান্ত্রিক একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে? রনি বিশ্লেষণ করেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য ১৪ দলের সম্মিলিত ভোটারসংখ্যা প্রায় ৫০%।

এখন এক ধরনের ভাবনা দেখা দিয়েছে, এই ৫০% মানুষকে একেবারে রাজনীতি থেকে ‘মাইনাস’ করে ফেলতে হবে। তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে, কিন্তু তারা আর ভোট দিতে পারবে না। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারা যদি তওবা কমিশনে গিয়ে স্বীকার করেন যে তারা আর কখনো ‘জয় বাংলা’ বা ‘জয় বঙ্গবন্ধু’ বলবেন না, তাহলে হয়তো তাদের আবার প্রথম শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। রনি বলেন, এসব কথা আপাতদৃষ্টিতে কল্পনাপ্রসূত মনে হলেও, বাংলাদেশে অসম্ভব অনেক ঘটনাই ঘটে গেছে।
তাই এগুলোকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।তিনি বলেন, ড. ইউনূসের হঠাৎ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হওয়া তার নিজের জীবনেও অপ্রত্যাশিত এক বাঁক। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত ছিলেন না, তার নেই যথাযথ রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রশাসনিক দক্ষতা। ফলে বর্তমানে যেসব জটিল রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেগুলোতে তিনি বেশ চাপের মধ্যে আছেন। রনি বলেন, রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে মূলত তিনটি দলের; আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির।

গোলাম মাওলা বলেন, বাংলাদেশের অবস্থা এখন এমন এক নৌকার মতো, যার মাঝি কোনো দিন নৌকা চালায়নি, যাত্রীরাও কেউ কখনো নৌকায় চড়েনি, এমনকি সাঁতারও জানে না। এখন সেই নৌকার তলদেশ ফুটো হয়ে গেছে, পানি ঢুকছে। মাঝি-যাত্রী সবাই দিশাহারা, অথচ সাগর পাড়ি দিতে হবে। এই হলো আজকের বাংলাদেশের রাজনীতির বাস্তব রূপ।