ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন : ৫ হত্যা মামলার নিষ্পত্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪ জন পড়েছেন
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ৫টি হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। বাদীকে খুঁজে না পাওয়া, একই ঘটনায় একাধিক থানায় মামলা দায়ের হওয়া এবং প্রকৃত ঘটনাস্থল সংশ্লিষ্ট থানার বাইরে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই এসব প্রতিবেদনের অনুমোদনও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিদ্ধিরগঞ্জ থানার রাকিব হত্যা মামলা, ফতুল্লায় রিয়াজ হত্যা মামলা, ফতুল্লা ও সোনারগাঁ থানায় দায়ের হওয়া ইব্রাহিম হত্যা মামলা, সোনারগাঁ থানায় জনি হত্যা ও বিস্ফোরক মামলা এবং সোনারগাঁ থানার আরেকটি ইব্রাহিম হত্যা মামলায় এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তবে এসব ঘটনা পরবর্তীতে প্রকৃত থানায় নতুন করে মামলা হিসেবে রুজু করা হয়েছে।ভোলার চরফ্যাশনের রাকিব আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। কিন্তু মামলা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। তদন্তে ঘটনার স্থান যাত্রাবাড়ী প্রমাণিত হওয়ায় সিদ্ধিরগঞ্জ মামলায় প্রতিবেদন জমা পড়ে এবং যাত্রাবাড়ীতে নতুন মামলা দায়ের হয়।

ভোলার দৌলতখাঁনের রিয়াজ নিহত হওয়ার পর এক নারী ফতুল্লা থানায় মামলা করেন। কিন্তু তদন্তে বাদীর সঙ্গে ভুক্তভোগীর কোনো সম্পর্ক মেলেনি। পরে নিহতের বাবা যাত্রাবাড়ীতে নতুন মামলা করেন।

সিলেটের কিশোর ইব্রাহিম নিহত হলেও মামলা হয় ফতুল্লা ও সোনারগাঁ থানায়।

তদন্তে প্রকৃত ঘটনাস্থল যাত্রাবাড়ী হওয়ায় দুটি মামলাতেই প্রতিবেদন দেওয়া হয়। পরে নিহতের মামা বাদী হয়ে যাত্রাবাড়ীতে নতুন মামলা করেন।সোনারগাঁয়ের কিশোর জনি কাঁচপুর ব্রিজ এলাকায় গুলিতে নিহত হয়। প্রথমে মামলা হয় সোনারগাঁ থানায়, তবে তদন্তে ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ প্রমাণিত হওয়ায় ওই মামলা থেকে সরে এসে সিদ্ধিরগঞ্জ থানায় নতুন মামলা করা হয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত ৪৮টি হত্যা মামলা এবং আরো ৫২টি হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগের মামলা হয়েছে।

এর মধ্যে দুটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে, বাকি মামলাগুলোতেও যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। 

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন : ৫ হত্যা মামলার নিষ্পত্তি

আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ৫টি হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। বাদীকে খুঁজে না পাওয়া, একই ঘটনায় একাধিক থানায় মামলা দায়ের হওয়া এবং প্রকৃত ঘটনাস্থল সংশ্লিষ্ট থানার বাইরে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই এসব প্রতিবেদনের অনুমোদনও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিদ্ধিরগঞ্জ থানার রাকিব হত্যা মামলা, ফতুল্লায় রিয়াজ হত্যা মামলা, ফতুল্লা ও সোনারগাঁ থানায় দায়ের হওয়া ইব্রাহিম হত্যা মামলা, সোনারগাঁ থানায় জনি হত্যা ও বিস্ফোরক মামলা এবং সোনারগাঁ থানার আরেকটি ইব্রাহিম হত্যা মামলায় এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তবে এসব ঘটনা পরবর্তীতে প্রকৃত থানায় নতুন করে মামলা হিসেবে রুজু করা হয়েছে।ভোলার চরফ্যাশনের রাকিব আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। কিন্তু মামলা হয় সিদ্ধিরগঞ্জ থানায়। তদন্তে ঘটনার স্থান যাত্রাবাড়ী প্রমাণিত হওয়ায় সিদ্ধিরগঞ্জ মামলায় প্রতিবেদন জমা পড়ে এবং যাত্রাবাড়ীতে নতুন মামলা দায়ের হয়।

ভোলার দৌলতখাঁনের রিয়াজ নিহত হওয়ার পর এক নারী ফতুল্লা থানায় মামলা করেন। কিন্তু তদন্তে বাদীর সঙ্গে ভুক্তভোগীর কোনো সম্পর্ক মেলেনি। পরে নিহতের বাবা যাত্রাবাড়ীতে নতুন মামলা করেন।

সিলেটের কিশোর ইব্রাহিম নিহত হলেও মামলা হয় ফতুল্লা ও সোনারগাঁ থানায়।

তদন্তে প্রকৃত ঘটনাস্থল যাত্রাবাড়ী হওয়ায় দুটি মামলাতেই প্রতিবেদন দেওয়া হয়। পরে নিহতের মামা বাদী হয়ে যাত্রাবাড়ীতে নতুন মামলা করেন।সোনারগাঁয়ের কিশোর জনি কাঁচপুর ব্রিজ এলাকায় গুলিতে নিহত হয়। প্রথমে মামলা হয় সোনারগাঁ থানায়, তবে তদন্তে ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ প্রমাণিত হওয়ায় ওই মামলা থেকে সরে এসে সিদ্ধিরগঞ্জ থানায় নতুন মামলা করা হয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত ৪৮টি হত্যা মামলা এবং আরো ৫২টি হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগের মামলা হয়েছে।

এর মধ্যে দুটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে, বাকি মামলাগুলোতেও যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।