গাজীপুরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

- আপডেট সময় : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩ জন পড়েছেন
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের পাইকারি মুদি দোকানসহ বিভিন্ন ধরনের প্রায় ২০-২৫টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছাতে পারায় আগুন আশপাশের মার্কেটে ছড়াতে পারেনি। আগুনের প্রায় ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।