বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এক সভায় এ কথা বলেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে ডিসি বলেন, ‘এলাকাভিত্তিক কমিটি গঠন করে দেওয়া হবে। তারা কাজ করবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে।