আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
রনি বলেন, “এক ডামি এমপির হালহকিকত জানতে চাইলাম। ফোনের অপরপ্রান্ত থেকে জানানো হলো—এতদিন দেশের মধ্যে ছিল, কিন্তু সপ্তাহ খানেক আগে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছে। আমি বললাম—সে পালালো কেন? সেতো তেমন দুর্নীতি করেনি! আমার সঙ্গে কথা বলা লোকটি বললো—অনেক দুর্নীতি করেছে।