ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন : আযম খান

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬ জন পড়েছেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। আমরাও প্রস্তুতি গ্রহণ করছি। যেদিন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন।

সেদিন দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানকে স্বাগত জানাবেন, এটা আমি বিশ্বাস করি।’বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের সমৃদ্ধির জন্য। দেশের গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য।

নির্বাচন গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।’কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না : ডা. জাহিদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না বা বিলম্বিত করতে চায়। তাদের এর পেছনে হাত রয়েছে।

আমি মনে করি, আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হই, তাহলে সবার সহযোগিতায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করবে।’উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও উপজেলা বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন : আযম খান

আপডেট সময় : ০৩:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। আমরাও প্রস্তুতি গ্রহণ করছি। যেদিন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন।

সেদিন দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানকে স্বাগত জানাবেন, এটা আমি বিশ্বাস করি।’বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের সমৃদ্ধির জন্য। দেশের গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য।

নির্বাচন গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।’কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না : ডা. জাহিদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না বা বিলম্বিত করতে চায়। তাদের এর পেছনে হাত রয়েছে।

আমি মনে করি, আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হই, তাহলে সবার সহযোগিতায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করবে।’উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও উপজেলা বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।