বিএনপির আবির্ভাব কি অনিবার্য ছিল

- আপডেট সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ জন পড়েছেন
পঁচাত্তর পরবর্তী উথাল-পাথাল দিনগুলোতে জিয়াউর রহমান শক্ত হাতে লাগাম টেনে ধরেছিলেন এবং দেশে স্থিতিশীলতা ফিরে এসেছিল— জনমনে এমন একটা ধারণা জন্মে। মুদ্রাস্ফীতিও কমে আসছিল এবং পরপর কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার কারণে কৃষক গোলায় ফসল তুলতে পেরেছিল। মানুষ স্থিতাবস্থা চেয়েছিল। এই প্রেক্ষাপটেই জিয়াউর রহমানের একটা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে ওঠে। তার গড়া বিএনপি দাঁড়ানোর মতো অনুকূল জমি পায়। পঁচাত্তর- পরবর্তী রাজনৈতিক শূন্যতার মধ্যে বিএনপির মতো একটি দলের আবির্ভাব অনিবার্য হয়ে উঠেছিল।’ — বিএনপি সময়-অসময়, মহিউদ্দিন আহমদ। পৃষ্ঠা-১৭১
শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনীর মাধ্যমে কেবল গণতন্ত্রকেই হত্যা করেননি, নিজেকেও হত্যা করেছিলেন। স্বাধীনতা-পরবর্তী শেখ মুজিবের অবয়ব, অপশাসনের রুদ্রমূর্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ব্যাবস্থা করেন। পত্রিকার সার্কুলেশন অবারিত করে দেন। মানুষ ফিরে পায় তার সামাজিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার।
একাত্তর ছিল আমাদের জাতীয় মুক্তি ও স্বাধীন দেশ প্রতিষ্ঠার সংগ্রাম। এই স্বাধীন দেশের জন্য এক রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে। বহু মানুষের প্রাণ ও নারীদের সম্ভ্রবের বিনিময়ে এ দেশ আমরা পেয়েছিলাম। কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রহীনতা ও চরম অপশাসন মানুষের মনোজগতে তখনকার শাসকগোষ্ঠীর দিকে এক তীব্র ক্ষোভের জন্ম দেয়। জিয়াউর রহমানের প্রণীত ১৯ দফা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ মানুষের মনে নতুন প্রাণের সঞ্চার করে।