ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মধ্যে ভারতীয় দালালরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : হাফিজ উদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৬ জন পড়েছেন
বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মধ্যে ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন বলেন, আমাদের মধ্যে অনেকেরই ধারণা তিন, চার মাস পরেই ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

বিষয়টি এতো সহজ নাও হতে পারে। কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি।তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে দাবি করেন, ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য প্রকাশ্যে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।

আমাদের মাটিতে জাতীয়তাবাদের পতাকা সমুন্নত রাখতে হবে। জিয়ার সৈনিকরা সব ষড়যন্ত্র কঠোর হাতে দমন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিল ছাত্র, যুবক ও সাধারণ মানুষ। সেই মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।

আজও বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা।তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্তভাবে দেশ পরিচালনা করবে। হাফিজ উদ্দিন এ সময় বলেন, আমরা কোনোদিন আওয়ামী লীগের মতো হবো না। জীবন দিয়ে হলেও শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রাখবো।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের মধ্যে ভারতীয় দালালরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : হাফিজ উদ্দিন

আপডেট সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মধ্যে ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফিজ উদ্দিন বলেন, আমাদের মধ্যে অনেকেরই ধারণা তিন, চার মাস পরেই ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

বিষয়টি এতো সহজ নাও হতে পারে। কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি।তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে দাবি করেন, ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য প্রকাশ্যে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।

আমাদের মাটিতে জাতীয়তাবাদের পতাকা সমুন্নত রাখতে হবে। জিয়ার সৈনিকরা সব ষড়যন্ত্র কঠোর হাতে দমন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিল ছাত্র, যুবক ও সাধারণ মানুষ। সেই মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।

আজও বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা।তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্তভাবে দেশ পরিচালনা করবে। হাফিজ উদ্দিন এ সময় বলেন, আমরা কোনোদিন আওয়ামী লীগের মতো হবো না। জীবন দিয়ে হলেও শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রাখবো।